লোকালয় ২৪

‘নির্বাচনে বিএনপির বিজয় অবধারিত’

‘নির্বাচনে বিএনপির বিজয় অবধারিত’

বার্তা ডেস্কঃ আসন্ন জাতীয় নির্বাচনে বিএনপির বিজয় অবধারিত বলে দাবি করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ। তিনি বলেন, বিএনপির শীর্ষ নেতাদের বিরুদ্ধে দুদক ভিত্তিহীন মিথ্যা অভিযোগে এনে চরিত্র হননের চেষ্টা করছে। তাদের উদ্দেশ্য মামলা দিয়ে নির্বাচন থেকে বিএনপিকে দূরে রাখা। সরকার এবং দুদকের উদ্দেশ্য একই। তবে যত ষড়যন্ত্রই করা হোক বিএনপি নির্বাচনে যাবে।

মঙ্গলবার (৩ এপ্রিল) দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

খালেদার মুক্তির দাবিতে ন্যাশনাল পিপলস পার্টি এ আলোচনার আয়োজন করে।

মওদুদ বলেন, সরকারের উদ্দেশ্য মিথ্যা মামলা দিয়ে বিএনপিকে এমন অবস্থায় নিয়ে যাওয়া যাতে বিএনপি নির্বাচনে না আসতে পারে।

জনসভায় প্রধানমন্ত্রীর ভোট চাওয়া নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, ‘শেখ হাসিনা প্রধানমন্ত্রীর সরকারি সুবিধা-গাড়ি-কর্মকর্তা ব্যবহার করে ভোট চাচ্ছেন। যা নির্বাচনী আচারণবিধির লঙ্ঘন।

প্রধানমন্ত্রী প্রটোকল কেন জনসভায় গিয়ে ভোট চাচ্ছেন এমন প্রশ্ন রেখে তিনি বলেন, আপনি দলের খরচে জনসভা করে ভোট চান। আমাদের বলার কিছু থাকবে না। আর খালেদাকেও একই সুযোগ দিতে হবে।

‘আপনি রাষ্ট্রীয় খরচে গিয়ে ভোট চাইবেন আর আমাদের নেত্রী কারাগারে থাকবেন এটা হয় না। এতেই বোঝা যায় আপনারা গণতন্ত্র বিশ্বাস করেন না।’ বলেন মওদুদ।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন এনপিপি চেয়ারম্যান ড ফরিদুজ্জামান ফরহাদ।