লোকালয় ২৪

নির্বাচনের পরিবেশ চ্যালেঞ্জিং মনে হচ্ছে না: বিজিবি মহাপরিচালক

নির্বাচনের পরিবেশ চ্যালেঞ্জিং মনে হচ্ছে না: বিজিবি মহাপরিচালক

চট্রগ্রাম- একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পটিয়া উচ্চ বিদ্যালয়ে স্থাপিত বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অস্থায়ী ক্যাম্প পরিদর্শনে এসেছেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল সাফিনুল ইসলাম।

রোববার (২৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় হেলিকপ্টার যোগে পটিয়া উচ্চ বিদ্যালয় মাঠে বিজিবির অস্থায়ী ক্যাম্পে আসেন তিনি।

মেজর জেনারেল সাফিনুল ইসলাম বিজিবি সদস্যদের সঙ্গে কথা বলেন। নির্বাচনে দায়িত্ব পালনে তাদের দিক নির্দেশনা দেন।

এসময় বিজিবি মহাপরিচালক সাংবাদিকদের বলেন, নির্বাচনের পরিবেশ দেখে মনে হচ্ছে একটা সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন হবে। তবে নির্বাচন ঘিরে উদ্ভূত কোনো পরিস্থিতি হলে বিজিবি তা মোকাবিলায় প্রস্তুত রয়েছে।

নির্বাচনকালীন দায়িত্ব পালন সম্পর্কে তিনি বলেন, ‘নির্বাচন কমিশন যে দায়িত্ব দিয়েছে তা বিজিবি সঠিকভাবে পালন করতে পারব বলে মনে করি। নির্বাচনের পরিবেশ বিজিবির কাছে মোটেও চ্যালেঞ্জিং মনে হচ্ছে না।’

মেজর জেনারেল সাফিনুল ইসলাম আরও বলেন, ‘১৮ তারিখ থেকে আমরা কাজ শুরু করেছি। ২০ ডিসেম্বর থেকে মাঠে বিজিবি মোতায়েন করা হয়েছে। আমরা এখনও পরিস্থিতি খুব খারাপ দেখি নাই। দুয়েকটি জায়গায় বিশৃঙ্খলা ছিল পুলিশের পাশাপাশি আমরা গিয়ে সেটা নিয়ন্ত্রণে এনেছি।’

বিজিবি মহাপরিচালক বলেন, ‘সারাদেশে ১১১৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হবে। চট্টগ্রাম অঞ্চলে ১৪৫ প্লাটুন বিজিবি। প্রতিটি উপজেলায় ৪ থেকে ৬ প্লাটুন এবং মহানগরীর প্রতিটি ওয়ার্ডে ৩-৪ প্লাটুন করে বিজিবি থাকবে।’