লোকালয় ২৪

নির্বাচনকালীন সরকারের প্রধানমন্ত্রী থাকবেন শেখ হাসিনা: আইনমন্ত্রী

নির্বাচনকালীন সরকারের প্রধানমন্ত্রী থাকবেন শেখ হাসিনা: আইনমন্ত্রী

বার্তা ডেস্কঃ যতবার খালেদা জিয়া সরকারে গিয়েছেন ততবার বাংলার মানুষের অর্থ চুরি করে নিজে বড়লোক হয়েছেন বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক।

খালেদা জিয়ার প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘যতবার খালেদা জিয়া সরকারে গিয়েছেন ততবার বাংলার মানুষের অর্থ চুরি করে নিজে বড়লোক হয়েছেন। তার ছেলেদের বড়লোক বানিয়েছেন। শেষ পর্যন্ত এতিমের টাকা চুরি করেছেন। বাংলার জনগণ তার বিচার করেছেন।’

বুধবার বিকালে ব্রাহ্মণবাড়িয়ার কসবার দৌলতপুর গ্রামে বিদ্যুৎ সংযোগ প্রদান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক।

তিনি বলেছেন, ‘সংবিধানে বলা আছে প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বে নির্বাচন কমিশন নির্বাচন অনুষ্ঠিত করবে। আর নির্বাচনকালীন সরকারের প্রধানমন্ত্রী থাকবেন শেখ হাসিনা। সেই নির্বাচন ইনশাল্লাহ আগামী ডিসেম্বর মাসে অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনে আপনারা আবারও নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনাকে নির্বাচিত করবেন।’

এ সময় তিনি বলেন, ‘বাংলাদেশে গণতন্ত্র আছে, গণতন্ত্র থাকবে। বাংলাদেশে সংবিধান আছে, সংবিধান থাকবে। মির্জা ফখরুলরা যেভাবে সংবিধান নিয়ে ফুটবল খেলেছেন, তাদের আর সেই ফুটবল খেলতে দেওয়া হবে না।’

মন্ত্রী বলেন, ‘আমাদের সরকারের কর্তব্য বাংলাদেশের উন্নয়ন করা। বাংলাদেশের উন্নয়নের জন্য জনগণের স্বার্থে অর্থ খরচ করা। বাংলাদেশের লোক যেন শান্তিতে থাকতে পারে সেই ব্যবস্থা করা। আমরা তা-ই করার চেষ্টা করছি।’

আগুন সন্ত্রাসের প্রসঙ্গ টেনে মন্ত্রী বলেন, ‘আপনারা ২০১৩ থেকে ২০১৫ সাল পর্যন্ত দেখেছেন। বাসে আগুন দিয়ে কীভাবে নিরীহ মানুষকে হত্যা করা হয়েছে। পেট্রোলবোমা দিয়ে অগ্নিসন্ত্রাস করা হয়েছে। এগুলো আপনাদের জানতে হবে।’