লোকালয় ২৪

নিজেদের সন্তান খেয়েই ক্ষুধা মেটাচ্ছে তারা

lokaloy24.com

জলবায়ু পরিবর্তনের কারণে প্রতিনিয়ত গলছে অ্যান্টার্কটিকা মহাদেশের বরফ। বরফ গলার কারণে আগের মতো আর খাবার ব্যবস্থা করতে পারছে না সেখানকার শ্বেত ভাল্লুকরা। আর তাই নিজেদের সন্তান খেয়েই তাদের ক্ষুধা মেটাতে হচ্ছে। এমন খবর প্রকাশ করেছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য ডেইলি স্টার।

 এই বিষয়ে গবেষকরা বলেন, শ্বেত ভাল্লুকরা সাধারণত বরফে জমে থাকা সিল মাছ খায়। তবে বরফ গলে যাওয়ায় তারা আগের মতো সেগুলো খেতে পারছে না। আর তাই বড় আকারের পুরুষ শ্বেত ভাল্লুকগুলো তাদের খাবার কমে যাওয়ার কারণে পুরুষ সন্তান এবং স্ত্রীদেরকে খেয়ে ফেলছে।

এই বিষয়ে রাশিয়ান ভাল্লুক বিশেষজ্ঞ ইলিয়া মোর্দভিন্তসেভ বলেন, আমরা পর্যবেক্ষণ করেছি যে নিজেদের সন্তান খাওয়ার প্রবণতা শ্বেত ভাল্লুকদের মধ্যে বাড়ছে।

উল্লেখ্য, পুরো অ্যান্টার্কটিকা মহাদেশে প্রায় ৩১ হাজার শ্বেত ভাল্লুক রয়েছে। আর গত ২৫ বছরে অ্যান্টার্কটিকায় বরফ গলেছে প্রায় ৪০ শতাংশ।