সংবাদ শিরোনাম :
নিউজিল্যান্ডে নিহতদের গণকবরে দাফন

নিউজিল্যান্ডে নিহতদের গণকবরে দাফন

নিউজিল্যান্ডে নিহতদের গণকবরে দাফন
নিউজিল্যান্ডে নিহতদের গণকবরে দাফন

লোকালয় ডেস্ক: নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের দুটি মসজিদে হামলায় নিহতদের গণকবরে দাফন করা হয়েছে। খবর আল-জাজিরার।

প্রতিবেদনে বলা হয়, প্রথমে এক কবরে একজন কিংবা দুজন করে দাফন করা হলেও শুক্রবার জুমার নামাজের পর বাকি বাকি লাশগুলোকে গণকবরে দাফন করা হয়।

দাফনের পর নিউজিল্যান্ড সরকারের একজন মুখপাত্র বলেন, “নিউজিল্যান্ডের ইতিহাসে আমাদের এ রকম কোনো ঘটনার অভিজ্ঞতা ছিল না।

এ সময় তিনি আরও বলেন, “এটা আমাদের প্রত্যাশায় ছিল না। কিন্তু এর সিদ্ধান্ত আমরা নিইনি। প্রতিটি বিষয় আল্লাহর ইচ্ছাতেই হয়ে থাকে।
এর মধ্যেই মঙ্গল রয়েছে। ”

শুক্রবার নিহতদের স্মরণে এক শোকসভার আয়োজন করা হয়। হামলার শিকার আল-নূর মসজিদের পার্শ্ববর্তী হ্যাগলে পার্কে অনুষ্ঠিত এই শোকসভায় হাজার হাজার মানুষ অংশ নেয়।

জুমার নামাজের আগে এই সভায় সংক্ষিপ্ত ভাষণ দেন দেশটির প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন।

উল্লেখ্য, গত ১৫ মার্চ শুক্রবার জুমার নামাজের সময় নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের আল-নূর ও লিনউড মসজিদে মসজিদে ব্রেনটন ট্যারেন্ট নামের এক অস্ট্রেলিয়ান বন্ধুকধারী নির্বিচারে গুলি করে ৫০ মুসল্লিকে হত্যা করে। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন আরও ৪২ জন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com