সংবাদ শিরোনাম :
নারায়ণগঞ্জে বিআইডব্লিউটিএ’র অভিযানে ৩০ অবৈধ স্থাপনা উচ্ছেদ

নারায়ণগঞ্জে বিআইডব্লিউটিএ’র অভিযানে ৩০ অবৈধ স্থাপনা উচ্ছেদ

নারায়ণগঞ্জে বিআইডব্লিউটিএ’র অভিযানে ৩০ অবৈধ স্থাপনা উচ্ছেদ
নারায়ণগঞ্জে বিআইডব্লিউটিএ’র অভিযানে ৩০ অবৈধ স্থাপনা উচ্ছেদ

লোকালয় ডেস্কঃ নারায়ণগঞ্জ সদরের আলীরটেক এলাকায় ধলেশ্বরী নদীর উভয় তীরে অভিযান চালিয়ে কাঁচা-পাকা ৩০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বিআইডব্লিউটিএ’র নারায়ণগঞ্জ নদী বন্দর কর্তৃপক্ষ। আজ বুধবার (১৯ জুন) তৃতীয় দিনের মতো সেখানে উচ্ছেদ অভিযান চালানো হয়। বিআইডব্লিউটিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান অভিযানের নেতৃত্ব দেন।

বিআইডব্লিউটিএ’র নারায়ণগঞ্জ নদী বন্দরের উপ-পরিচালক মো. শহিদুল্লাহ জানান, বুধবার বেলা সাড়ে ১১টা থেকে বিকাল ২টা পর্যন্ত চারটি পাকা ভবন, নদী দখল করে নির্মিত পাঁচটি ইটভাটার গাইড ওয়াল, বাঁশের পাইলিংসহ ৩০টি কাঁচা-পাকা স্থাপনা উচ্ছেদ করে গুড়িয়ে দেওয়া হয়েছে। এ সময়  দখল করে রাখা নদীর কমপক্ষে দুই একর জমি উদ্ধার করা হয়।

বিআইডব্লিউটিএ’র নারায়ণগঞ্জ নদী বন্দরের যুগ্ম পরিচালক গুলজার আলী জানান, উচ্চ আদালতের নির্দেশে ঢাকার চারপাশে নদী দখলমুক্ত করতে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে। আট দিন এ অভিযান চলবে। পর্যায়ক্রমে শীতলক্ষ্যা, বুড়িগঙ্গা ও মেঘনা নদী দখলমুক্ত করা হবে।

অভিযান পরিচালনার সময় নারায়ণগঞ্জ নদী বন্দরের সহকারী পরিচালক এহতেশামুল পারভেজসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। এ সময় দু’টি এক্সক্যাভেটর (ভেকু), দু’টি জাহাজ, একটি টাগবোটসহ বিপুল সংখ্যক পুলিশ ও আনসার সদস্য উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com