লোকালয় ২৪

নাজমুল শান্তর নেতৃত্বে ইমার্জিং দল ঘোষণা

নাজমুল শান্তর নেতৃত্বে ইমার্জিং দল ঘোষণা

ক্রীড়া ডেস্ক: বাংলাদেশ ইমার্জিং (এইচপি) দলের অনুশীলন শুরু হয় ঈদের আগেই। তবে শুক্রবার (১৬ আগস্ট) সন্ধ্যায় ঘোষণা হয় স্কোয়াড। নাজমুল হোসেন শান্তকে অধিনায়ক করে শ্রীলঙ্কা ইমার্জিং দলের বিপক্ষে ১৫ সদস্যের ওয়ানডে দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

দলে সহ অধিনায়কের দায়িত্বে থাকবেন ইয়াসির আলী চৌধুরী। দলে আছেন গেলো ঢাকা প্রিমিয়ার লিগে ধারাবাহিক পারফর্মার সাইফ হাসান ও নাঈম শেখ। জাতীয় দলের হয়ে নিজের অবস্থান শক্ত না করতে পারায় এই দলে নিজেদের প্রমাণের সুযোগ দেওয়া হয়েছে আফিফ হোসেন, নাঈম হাসানদের মতো তরুণ প্রতিভাদের।

ওয়ানডে সিরিজে বাংলাদেশ ইমার্জিং দল (এইচপি):
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাইফ হাসান, নাঈম শেখ, ইয়াসির আলী (সহ অধিনায়ক), আফিফ হোসেন, মাহিদুল ইসলাম, আমিনুল ইসলাম, জাকির আলী, নাঈম হাসান, ইয়াসিন আরাফাত, শফিকুল ইসলাম, সুমন খান, শহিদুল ইসলাম, মিনহাজুল আবেদীন আফ্রিদি ও তানভীর ইসলাম।

অপেক্ষমাণ: মানিক খান, জাকির হাসান, রবিউল হক, ফারদিন হোসেন, ইফরান হোসেন, সাব্বির হোসেন ও মেহেদী হাসান রানা।

ইমার্জিং দলের ওয়ানডে সিরিজ:

১৮ আগস্ট প্রথম ওয়ানডে বিকেএসপি
২১ আগস্ট দ্বিতীয় ওয়ানডে বিকেএসপি
২৪ আগস্ট তৃতীয় ওয়ানডে খুলনা

চারদিনের ম্যাচ:

২৭-৩০ আগস্ট প্রথম ম্যাচ খুলনা
০৩-০৬ সেপ্টেম্বর দ্বিতীয় ম্যাচ কক্সবাজার