লোকালয় ২৪

নাগরিক অধিকার সৃষ্টিতে গুরুত্বপূর্ন ভূমিকা পালন করছে উঠান বৈঠক: মেয়র জি, কে গউছ

নাগরিক অধিকার সৃষ্টিতে গুরুত্বপূর্ন ভূমিকা পালন করছে উঠান বৈঠক: মেয়র জি, কে গউছ

লোকালয় ডেস্কঃ নাগরিক অধিকার সম্পর্কে সচেতনতা সৃষ্টিতে হবিগঞ্জ পৌরসভার উঠান বৈঠক গুরুত্বপূর্ন ভূমিকা পালন করছে। উন্নয়ন কাজে নারীদের অংশগ্রহণসহ বৈঠকে উপস্থাপিত বিষয়াদি যথাযথভাবে পালন করলে পৌরসভার কর্মকান্ড আরো বেগবান হবে।- হবিগঞ্জ পৌরসভার ৬ নং ওয়ার্ডের উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে মেয়র আলহাজ্ব জি, কে গউছ এসব কথা বলেন। তিনি মঙ্গলবার শহরের গোসাইনগর এলাকার মন্দির বাড়ী প্রাঙ্গনে অনুষ্ঠিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন। পৌরকাউন্সিলর শেখ নূর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠকে মেয়র আলহাজ্ব জি, কে গউছ বলেন গোসাইনগর এলাকাকে প্রকল্পের আওতায় নেয়া হবে। এলাকাবাসীর দাবীর প্রেক্ষিতে মেয়র আলহাজ্ব জি, কে গউছ বলেন গোসাইনগরের মন্দির মেরামতের উদ্যোগ নেয়া হবে। তিনি পৌরসভার পক্ষ হতে ঘাটলা নির্মাণ করা হবে বলেও এলাকাবাসীকে আশ্বস্থ করেন। বৈঠকে আরো উপস্থিত ছিলেন হবিগঞ্জ পৌরসভার উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ আব্দুল কুদ্দুস শামীম, স্যানিটারী ইন্সপেক্টর অবনী কুমার দাস, ইউজিপ-৩ পরমার্শক মোঃ লালন শেখ, কমিউনিটি ফিল্ড ওয়ার্কার মমতাজ পারভীন ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। উঠান বৈঠক শুরুর পূর্বে গোসাইনগর এলাকার বাসিন্দাগন মেয়র আলহাজ্ব জি, কে গউছকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান। তারা বাস্তবায়নকৃত উন্নয়ন কর্মকান্ডের জন্য তারা মেয়রের প্রতি কৃতজ্ঞতা জানান।#