লোকালয় ২৪

নাগরিকত্ব আইনের প্রতিবাদে রাস্তায় এসে নিজের শরীরে আগুন দিলো যুবক

নাগরিকত্ব আইনের প্রতিবাদে রাস্তায় এসে নিজের শরীরে আগুন দিলো যুবক

আন্তর্জাতিক ডেস্ক- ভারতের বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে এখনো বিক্ষোভে উত্তাল ভারতের একাধিক রাজ্য। রাজপথে নেমে এসেছে সাধারণ মানুষ থেকে শুরু করে ছাত্রসমাজ। পুলিশের বাড়াবাড়ি সে বিক্ষোভে যেন ঘি ঢেলে দিয়েছে।

এরমধ্যে এই আইন বাতিলের দাবিতে খোদ রাজধানী দিল্লিতে কার্তিক মেহের নামের এক যুবক নিজের শরীরের আগুন দিয়ে আত্মাহুতি দেওয়ার চেষ্টা করেছে। বুধবার সন্ধ্যায় এ চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে রাষ্ট্রপতি ভবনের অদূরে ইন্ডিয়া গেটের সামনেই।

চিকিৎসকদের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এই সময় জানিয়েছে, ওই যুবকের শরীরের ৯০ শতাংশ পুড়ে গেছে। তার বাঁচার সম্ভাবনাও ক্ষীণ। তবু সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা।

পুলিশ জানায়, বুধবার সন্ধ্যায় ২৫ বছর বয়সী এক যুবক ইন্ডিয়া গেটের সামনে এসে গায়ে আগুন দেন। তাৎক্ষণিক তাকে রাম মনোহর লোহিয়া হাসপাতালে ভর্তি করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ওডিশার বাসিন্দা কার্তিক মেহারকে গায়ে আগুন দেওয়ার আগে নাগরিকত্ব আইনের বিরোধিতা করতে দেখা যায়। তবে ওই যুবক নাগরিকত্ব আইনের বিরুদ্ধে কোনো স্লোগান দেননি বলে দাবি পুলিশের।