লোকালয় ২৪

নবীগঞ্জ ও মাধবপুরে শতভাগ বিদ্যুৎ উদ্বোধন

নবীগঞ্জ ও মাধবপুরে শতভাগ বিদ্যুৎ উদ্বোধন

হবিগঞ্জের নবীগঞ্জ ও মাধবপুর উপজেলায় শতভাগ বিদ্যুৎ উদ্বোধন করা হয়েছে।  বুধবার (১৩ নভেম্বর) সকাল ১০ টায় জেলা প্রশাসক কার্যালয়ে ভিডিও কনফারেন্সে গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেন- বিদ্যুৎ উৎপাদনে যে পরিমাণ টাকা খরচ হয়, তার থেকে অনেক কম খরচে বিদ্যুৎ সরবরাহ করা হয়। এক্ষেত্রে সরকার ভর্তুকি দেয়। ওই বিদ্যুৎ ব্যবহারে সবাইকে সাশ্রয়ী হতে হবে। বিদ্যুতের অপচয় যেন না হয়, সেদিকে সবাইকে লক্ষ রাখতে হবে। সেই অনুরোধটা আমি সবার কাছে জানাচ্ছি।

শেখ হাসিনা বলেন, বর্তমানে দেশের ৯৪ ভাগ মানুষ বিদ্যুতের আওতায় এসেছে। তৃণমূল পর্যায়ের মানুষ যেন উন্নয়ন পায়, তাদের ভাগ্যের যেন উন্নয়ন হয়, পরিবর্তন হয়, এ লক্ষ্য নিয়ে কাজ করছি। ঘরে ঘরে বিদ্যুৎ যাওয়ার কারণে মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান, পুলিশ সুপার মোহাম্মদ উল্যা, অতিরিক্ত জেলা প্রশাসক তারেক মোঃ জাকারিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক মর্জিনা আক্তারসহ জেলা প্রশাসনের উধ্বর্তন কর্মকর্তাবৃন্দ ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।