লোকালয় ২৪

নবীগঞ্জে ২৬ টাকা কেজি দরে ধান সংগ্রহের উদ্বোধন

নবীগঞ্জে ২৬ টাকা কেজি দরে ধান সংগ্রহের উদ্বোধন

নবীগঞ্জ প্রতিনিধি :  নবীগঞ্জে সরকারি পর্যায়ে ধান সংগ্রহ শুরু হয়েছে। সরাসরি কৃষকদের কাছ থেকে ২৬ টাকা কেজি দরে ধান কেনা হবে।

রোববার বিকেলে নবীগঞ্জ উপজেলা খাদ্য গুদামে এ ক্রয় অভিযানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার তৌহিদ-বিন-হাসান।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আতাউল গণি ওসমানী, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক গৌড়াপদ, উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান হাবীব, নবীগঞ্জ সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক মতিউর রহমান মুন্না প্রমূখ।

করগাঁও ইউনিয়নের মিলিক গ্রামের হাবিবুর রহমান নামের এক কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করে এর উদ্বোধন করা হয়।

খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে সরাসরি কৃষকদের কাছ থেকে ২৬ টাকা কেজি বা ১ হাজার ৪০ টাকা মন দরে উপজেলায় ৫৩৮ মেট্রিক টন ধান সংগ্রহ করা হবে। এছাড়াও চাল মিল থেকে চাল ক্রয় করা হবে।

উপজেলার খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আহসান হাবীব জানান, উপজেলা কৃষি বিভাগ কর্তৃক বাছাইকৃত তালিকা অনুযায়ী কৃষকদের কাছ থেকে সরাসরি ২৬ টাকা কেজি দরে ধান কেনা শুরু হবে। উক্ত সংগ্রহ কার্যক্রম ২৬ মে ২০১৯ থেকে ৩১ আগষ্ট ২০১৯ পর্যন্ত।