নবীগঞ্জে রাতের অন্ধকারে ব্যবসায়ীর দোকান ঘরে আগুন! লক্ষাধিক টাকার মালামাল পুঁড়ে ছাঁই করে দিয়েছে দূর্বূত্তরা!নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধিঃ হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের রায়পুর গ্রামে রাতের অন্ধকারে পূর্ব শত্রুতার জেরধরে কে বা কাহারা একটি টং দোকানে আগুন লাগিয়ে দূর্বূত্তরা প্রায় লক্ষাধিক টাকার মালামাল পুঁড়ে ছাঁই করে দিয়েছে বলে অভিযোগ করেন,ব্যবসায়ী আব্দুল মুকিত নামের এক ব্যক্তি৷ ব্যবসায়ী আব্দুল মুকিত সাংবাদিকদের নিকট কান্না জড়িত কন্ঠে বলেন, ২১ নভেম্বর সন্ধ্যারাত অনুমান ৭টার দিকে তার গ্রামস্থ প্রাইমারী স্কুলের সামনে রাস্তার পার্শ্ববর্তী স্থানে অবস্থিত তিনি তার টং ঘরে মোদির দোকানটি তালাবদ্ধ করে বাজার সওদা করতে স্থানীয় আউশকান্দি হীরাগঞ্জ বাজারে যান৷ এই সুযোগে পূর্ব শত্রুতার জেরধরে কে বা কাহারা পলিথিনের পোটলার মধ্যে আগুন দিয়ে তার ব্যবসা প্রতিষ্ঠানে আগুন লাগিয়ে দেয়৷ এক পর্যায়ে গ্রামবাসী আগুনের লেলিহান শিখা দেখে প্রাণপণ চেষ্টাকরে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে তার দোকানে রক্ষিত সব ধরনের মুদির মালামাল পুঁড়ে ছাঁই হয়ে যায়৷ এতে তার প্রায় লক্ষাধিক টাকার মালামাল পুঁড়ে ছাঁই হয়ে গেছে৷ এ বিষয়ে তদন্ত অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য তিনি প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেন৷
নবীগঞ্জ হবিগঞ্জ প্রতিনিধি