সংবাদ শিরোনাম :
নবীগঞ্জে মুর্তি ভাংচুরের ঘটনায় গ্রেপ্তার ও শাস্তির আহবান

নবীগঞ্জে মুর্তি ভাংচুরের ঘটনায় গ্রেপ্তার ও শাস্তির আহবান

নবীগঞ্জে মুর্তি ভাংচুরের ঘটনায় গ্রেপ্তার ও শাস্তির আহবান
নবীগঞ্জে মুর্তি ভাংচুরের ঘটনায় গ্রেপ্তার ও শাস্তির আহবান

উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ প্রতিনিধি: নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নেরর সুজাপুর গ্রামের শ্মশানঘাট মন্দিরের কলাপসিবল গেইটের তালা ভেঙ্গে কালীমুর্তি গত শুক্রবার দিবাগত গভীররাতে কে বা কারা ভাংচুর করে নগদ টাকার প্রনামীবক্স চুরি করে নিয়ে গেছে।

এ ঘটনার খবর পেয়ে গত মঙ্গলবার বিকালে নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী ঘটনাস্থল সরজমিনে পরিদর্শন করেন। এ সময় তিনি বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি এবং সরকারের ভাবমুর্তি নষ্ট করার জন্য একটি কুচক্রীমহল পরিকল্পিতভাবে এই জঘন্যতম কাজ ধর্মীয় অনুভুতিতে আঘাত করেছে। তাই ঘটনার সাথে জড়িতদের খুজে বের করে আইনের আওতায় এতে দৃষ্টান মুলক শাস্তি দেওয়ার জন্য পুলিশ প্রশাসনের প্রতি আহবান জানাচ্ছি। এ ছাড়া ঘটনার নিন্দা জ্ঞাপন ও এ ব্যাপারে দোষীদের শাস্তির দাবী জানান, নবীগঞ্জ উপজেলা আওয়মীলীগের সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, জেলা পরিষদ সদস্য এডভোকেট সুলতান মাহমুদ,উপজেলা হিন্দু বৌদ্ধ খিষ্টান ঐক্য পরিষদের সভপতি নারায়ন রায়, সাধারন সম্পাদক সাংবাদিক উত্তম কুমার পাল হিমেলসহ অন্যান্য নের্তৃবৃন্দ ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com