লোকালয় ২৪

নবীগঞ্জে বজ্রপাতে দু‘দিনে দুই কৃষকের মৃত্যু

নবীগঞ্জে বজ্রপাতে দু‘দিনে দুই কৃষকের মৃত্যু

উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলায় বজ্রপাতে নারায়ন পাল (৩৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার দুপুরে উপজেলার করগাঁও ইউনিয়নের বৈলাকীপুরস্থ ইলামের হাওরে এ ঘটনা ঘটে। নিহত নারায়ন পাল ওই গ্রামের হরিপালের পুত্র। সূত্রে জানা যায়, ওই সময়ে সে ইলামের হাওরে জমিতে ধান কাটছিল হঠাৎ বৃষ্টির সাথে ঝড় তুফান শুরু হলে তার সাথে বজ্রপাত হয়। এতে বজ্রপাতের শিকার হয়ে সে ঘটনাস্থলেই মারা যায়। তার মৃত্যুর খবরে তার পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। অপর দিকে, গত মঙ্গলবার বিকেলে উপজেলার পানিউন্দা ইউনিয়নে একটি হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে সুজন মোড়া (২৭) নামে এক চা শ্রমিকের মৃত্যু হয়েছে। সুজন মোড়া চুনারুঘাট উপজেলার জোয়ালভাঙ্গা চা বাগানের কানাই মোড়ার ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, সহকর্মীদের সঙ্গে নবীগঞ্জের পানিউন্দা ইউনিয়নের একটি হাওরে ধান কাটতে যান সুজন মোড়া। এ সময় বজ্রপাতে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধায় দিকে মৃত্যুর কোলে ঢলে পড়ে।