হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় দুই কিশোরের বিরুদ্ধে কিশোরীকে (১২) সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। সোমবার (২৯ আগস্ট) রাতে উপজেলার কুর্শি ইউনিয়নের ফুটারমাটি এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগীর স্বজনরা জানান, রাত ৮টার দিকে ছোট ভাইকে সঙ্গে নিয়ে বাসার অদূরে একটি বাজারে যায় ওই কিশোরী। এরপর থেকে তাদের খুঁজে পাওয়া যাচ্ছিল না। কিছুক্ষণ পর তাদের মা খুঁজতে বের হন। এক পর্যায়ে বাজারের পাশে একটি নির্জন স্থানে দুই সন্তানসহ একই এলাকার দুই কিশোরকে দেখতে পান। তাকে দেখে ওই কিশোররা পালিয়ে যায়। পরে মেয়েকে অচেতন অবস্থায় উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। উন্নত চিকিৎসার জন্য তাকে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
ভুক্তভোগীর বরাত দিয়ে মা বলেন, ‘দুই কিশোর আগে থেকে ওঁৎ পেতে ছিল। বাজার থেকে আসার পথে আমার ছেলেমেয়ের মুখ চেপে ধরে নির্জন স্থানে নিয়ে যায়। এরপর আমার ৫ বছরের ছেলের সামনেই মেয়েকে ধর্ষণ করে। ডাক্তারি পরীক্ষা-নিরীক্ষা শেষে তাদের বিরুদ্ধে থানায় অভিযোগ দেবো।’
এ বিষয়ে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ডালিম আহমেদ বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’