লোকালয় ২৪

নবীগঞ্জে ‘আপনজন’ এর ফাঁদে পড়ে নিঃস্ব মানুষজন!

নবীগঞ্জে ‘আপনজন’ এর ফাঁদে পড়ে নিঃস্ব মানুষজন!

মতিউর রহমান মুন্না, নবীগঞ্জঃ  হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলায় ‘সবার জন্য শিক্ষা’ এই শ্লোগানকে সামনে নিয়ে আপনজন ইন্টারন্যাশনাল এম, এল, এম কোম্পানীর নামে সমাজের সহজ-সরল লোকদের ধোকা দিয়ে বোকা বানিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে। সহায় সম্পত্তি বিক্রি করে গ্রাহক হয়ে অনেকেই এখন নিঃস্ব হয়েছেন। এমনকি বাড়ি-গাড়ি গড়ার স্বপ্ন দেখিয়ে তাদেরকে গ্রাহক করা হয়েছে। ভুক্তভোগীগন অভিযোগ করেন, ওই কোম্পানীর হাল ধরে আছেন ওই উপজেলার কুর্শি ইউনিয়নের এনাতাবাদ গ্রামের মোঃ কাছন মিয়ার পুত্র মোঃ ফরিদ উদ্দিন, এবং তার সাথে জোট রয়েছেন বানিয়াচং উপজেলার বড়ইউড়ি ইউনিয়নের গুনই গ্রামের বর্তমানে নবীগঞ্জ শহরতলীর রুদ্র গ্রাম রোডস্থ মুজিব এন্ড ব্রাদার্স এর মালিক মোঃ আব্দুল আউয়াল মিয়ার পুত্র মোঃ রাবেল মিয়া, নবীগঞ্জ উপজেলার বড়ভাকৈর পশ্চিম ইউনিয়নের আমড়াখাইড় গ্রামের মোঃ আমিনুল ইসলাম, হবিগঞ্জ শহরের ফারইষ্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স এর ইনচার্জ মোঃ শরিফ উদ্দিন, সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার মসকাপুর গ্রামের মোঃ সাইফুল আলমের পুত্র মোঃ খালেদ মিয়া। তারা এভাবে গ্রাহক করেছেন যে, আপনজন ইন্টারন্যাশনাল কোম্পানীতে কাজ করলে কোন চাকুরির প্রয়োজন হবে না। প্রতি মাসে বিশ হাজার থেকে সর্বোচ্চ দেড় লক্ষ টাকা আয় করা সম্ভব এবং দৈনিক পাঁচ হাজার টাকা আয় ও অবশেষে ওই কোম্পানীর মালিক বানিয়ে দেয়া হবে মর্মে গ্রাহকদের কাছ থেকে টাকা আদায় করেন। তাদের কথা বিশ্বাস করে সহজ-সরল লোকজন নগদ টাকা বা পন্য ক্রয়ের মাধ্যমে গ্রাহক হয়েছেন। ইতোপুর্র্বে ও ওই কোম্পানীর লোকজন অনেকের কাছ থেকে বিয়াল্লিশ হাজার টাকা করে নিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এখন কোন গ্রাহক ফোন দিলে তারা ফোন রিসিভ করেননা। বরং তাদের সাথে টালবাহানা করা হচ্ছে। তাদের খপ্পরে পড়ে যারা ক্ষতিগ্রস্থ হচ্ছেন তাদের মধ্যে- করগাঁও ইউপি যুবলীগের আহবায়ক ও শাকোয়া গ্রামের আব্দুল কদ্দুস সাগর। তার কাছ থেকে নেয়া হয়েছে বিয়াল্লিশ হাজার টাকা, কাজীগঞ্জ বাজারের ব্যবসায়ী সমিতির সভাপতি আনোয়ার হোসেন(মেম্বার)তার কাছ থেকে নেয়া হয়েছে বিয়াল্লিশ হাজার টাকা। নবীগঞ্জ বাজারের ব্যবসায়ী এস, এম ক্লথ ষ্টোর এর মোঃ রেজাউল করিম মানিক তার কাছ থেকে নেয়া হয়েছে প াশ হাজার টাকা। ইনাতগঞ্জ ইউনিয়নের ঘোলডোবা গ্রামের মোঃ জামেউল আলম এর কাছ থেকে নেয়া হয়েছে বিয়াল্লিশ হাজার টাকা ওই গ্রামের খোকন মিয়ার কাছ থেকে নেয়া হয়েছে বিয়াল্লিশ হাজার টাকা, নবীগঞ্জ পৌর এলাকার সালামতপুর গ্রামের নিলুফা বেগম এর কাছ থেকে নেয়া হয়েছে বিশ হাজার টাকা। বাউসা ইউনিয়নের বাউসা গ্রামের মোঃ নুর উদ্দিনের কাছ থেকে নেয়া হয়েছে বিশ হাজার টাকা, দেবপাড়া ইউনিয়নের দেওপাড়া গ্রামের ইমরান মিয়া ও তার বোনের কাছ থেকে নেয়া হয়েছে তিন লক্ষ প াশ হাজার টাকা। ইনাতগঞ্জ ইউনিয়নের মোস্তফাপুর মাদরাসার বি,সি,এস শিক্ষক মোঃ রফিকুল ইসলামের কাছ থেকে নেয়া হয়েছে এক লক্ষ সত্তর হাজার টাকা। বাউসা ইউনিয়নের নিজ চৌকি গ্রামের আব্দুল শুকুর মিয়ার পুত্রের কাছ থেকে নেয়া হয়েছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা। শুধু তারা নন, তাদের মতো আরো অনেকের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে হায় হায় কোম্পানী আপনজন ইন্টারন্যাশনাল কোম্পানীর লোকজন। অনেকে মনে করেন-দেশের প্রশাসন তাদের বিরুদ্ধে অবস্থান না নিলে এদের দমানো সম্ভব হবে না। উল্লেখ্য যে, বিভিন্ন সভা সেমিনারে গ্রাহকদের কোম্পানীর এমডির নাম জিলানি খন্দকার, এবং চেয়ারম্যান মেহদি হাসান প্রধান, এবং প্রধান অফিসের ঠিকানা দেয়া হয়েছে ইস্টার্ণ কমপ্লেক্সে কমলাপুর, ৬৪-৬৮ নর্থ কমলাপুর ২য় তলা, কক্ষ নং ২২২ মতিঝিল ঢাকা-১০০। এ ঘটনায় ওই কোম্পানীর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তুলে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
করগাঁও ইউপি যুবলীগের আহবায়ক আব্দুল কদ্দুস সাগর বলেন, তার মতো অনেকেই এই হায় হায় কোম্পানীর ফাঁদে পড়ে নিঃস্ব হয়েছেন। এদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তিনি।
এদিকে, অভিযোগের প্রেক্ষিতে এনাতাবাদ গ্রামের মোঃ কাছন মিয়ার পুত্র মোঃ ফরিদ উদ্দিন এর সাথে যোগাযোগ করা হলে বলেন, তিনিও এই আপনজন কোম্পানীর একজন গ্রাহক, প্রত্যেক ইউনিয়নে তাদের লোক আছে। তার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তা সম্পূর্ন ষড়যন্ত্র।