লোকালয় ২৪

নতুন পরীক্ষায় ইমরান খান

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানে ভোটের মাধ্যমে স্পিকার নির্বাচনের জন্য আলোচনায় বসেছে নিম্নকক্ষ সংসদ। বুধবার অনুষ্ঠিত সভার মধ্য দিয়ে পাকিস্তানে ইমরান সরকারের প্রথম শক্তি প্রদর্শনের সুযোগ এসেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

দীর্ঘদিন বিরোধী দলে থাকা ইমরান খানের দল সর্বশেষ নির্বাচনে জয় পেয়ে সরকার গঠনের পথে রয়েছে। আর এর মধ্য দিয়ে ইমরান খান হতে যাচ্ছেন পাকিস্তানের আগামী দিনের প্রধানমন্ত্রী।

পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার হিসেবে নির্বাচনের জন্য ইমরানের তেহরিক-ই-ইনসাফ দল আসাদ কায়সারের নাম প্রস্তাব করেছে। তার বিপরীতে রয়েছেন বিরোধী দলগুলোর মনোনীত প্রার্থী খুশিদ শাহ। সাম্প্রতিক সময়ে ইমরান খানের দলের পক্ষ থেকে বিভিন্ন স্বতন্ত্র সদস্যদের দলে ভেড়ানোর জন্য আলোচনা ও দরকষাকষি চলছে।

অন্যদিকে বিরোধী দলগুলো নির্বাচনকে সেনাবাহিনীর প্রভাবযুক্ত বলে অভিযোগ তুলে এর বিরুদ্ধে আন্দোলন কর্মসূচি চালিয়ে আসছে। ইউএনবি।