বিনোদন ডেস্ক : টালিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। দ্বিতীয়বারের মতো শরীরে ট্যাটু আঁকিয়েছেন। কিন্তু এবার তার ট্যাটুর পেছনে রয়েছে একটি রহস্য।
অ্যাপেন্ডিক্স অপারেশন করিয়েছেন মিমি। এ কারণে তার শরীরে কাটা দাগ দেখা যাচ্ছিল। আর এই দাগ ঢাকতেই ট্যাটু করিয়েছেন তিনি। এ প্রসঙ্গে ভারতীয় একটি সংবাদমাধ্যমে মিমি বলেন, ‘কাটা দাগটি বাজে দেখাচ্ছিল সেটি ঢাকতেই আমি ট্যাটু করার চিন্তা করি। এখন আমি ছোট পোশাক পরে এটি দেখাতে পারব।’
গতকাল সিঙ্গাপুরে গিয়েছেন মিমি। আগামী ৮ মে কলকাতায় ফিরবেন তিনি। দেশটিতে যাওয়ার কারণ হিসেবে এ অভিনেত্রী বলেন, ‘আমি সিঙ্গাপুরে একটি শো করতে যাচ্ছি। এ নিয়ে তৃতীয়বারের মতো দেশটি যাচ্ছি, যদিও সিঙ্গাপুর আমার খুব বেশি প্রিয় নয়। শহরটি আমার কাছে যান্ত্রিক মনে হয়।’
মিমি অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা টোটাল দাদাগিরি। বর্তমানে ক্রিসক্রস সিনেমার শুটিং করছেন তিনি। পাশাপাশি মুক্তির অপেক্ষায় এ অভিনেত্রীর উমা সিনেমাটি। এছাড়া অভিনেতা দেব প্রযোজিত হইচই আনলিমিটেড সিনেমায় দেখা যাবে তাকে।
Leave a Reply