লোকালয় ২৪

নতুন আত্মঘাতী হামলা রুখতেই পাকিস্তানে অভিযান: ভারত

নতুন আত্মঘাতী হামলা রুখতেই পাকিস্তানে অভিযান: ভারত

লোকালয় ডেস্কঃ ভারত দাবি করেছে, নতুন করে আরও আত্মঘাতী হামলা চালানোর উদ্দেশ্যে প্রশিক্ষণ নিচ্ছিলো পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠী জইশ-ই-মোহাম্মদ। পরিকল্পিত সেই হামলা রুখতেই নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মিরে হামলা চালানো হয়েছে।

১৪ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) পুলওয়ামাতে আরডিএক্স বিস্ফোরক ভর্তি গাড়ি নিয়ে ‘সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স’র গাড়িবহরে আত্মঘাতী হামলা চালিয়ে দায় স্বীকার করে পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠী জইশ-ই-মোহাম্মদ। পাকিস্তানের প্রত্যক্ষ ইন্ধনে ওই হামলা সংঘটিত হয়েছে দাবি করে তখন থেকেই সামরিক হামলার হুমকি দিয়ে আসছিলো ভারত। ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, সেই ধারাবাহিকতায় মঙ্গলবার ভোররাত সাড়ে ৩টা নাগাদ ১২টি মিরাজ ২০০০ যুদ্ধবিমান পাকিস্তানের জঙ্গি ঘাঁটি লক্ষ্য করে লেজার নিয়ন্ত্রিত ব্যবস্থার সাহায্যে ১০০০ কেজি বোমাবর্ষণ করে।

মঙ্গলবারের সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র সচিব বিজয় গোখলে বলেন, ‘‘দেশে আরও আত্মঘাতী হামলার পরিকল্পনা করেছিল জইশ। এজন্য প্রশিক্ষণ চালানো হচ্ছিল বলে খবর পেয়েছিলাম। সেকারণেই বালাকোটে এদিন জইশ ঘাঁটিতে হামলা চালানো হয়েছে।’’ বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, বালাকোটের ওই প্রশিক্ষণ শিবিরের মাথায় ছিলেন মাসুদ আজহারের আত্মীয় মৌলনা ইউসুফ আজহার।

পুলওয়ামা হামলার প্রসঙ্গ তুলে পররাষ্ট্র সচিব বলেছেন, ‘‘গত ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় আত্মঘাতী জঙ্গি হামলায় ৪০ জন জওয়ান প্রাণ হারিয়েছেন। এ হামলায় জড়িত জইশ-এ-মহম্মদ। পাকিস্তানের নজর এড়িয়ে সে দেশে জঙ্গি প্রশিক্ষণ শিবির সম্ভব নয়।’’

সংবাদ সম্মেলনে দাবি করা হয়েছে, ‘সন্ত্রাস দমনে পাকিস্তানকে পদক্ষেপ করতে বারবার অনুরোধ জানিয়েছে ভারত। তবে এখনও কোনও উপযুক্ত পদক্ষেপ নেয়নি পাকিস্তান।’