লোকালয় ডেস্কঃ ভারতীয় ক্রিকেট তো বটেই, ইতিহাসেরই অন্যতম সেরা অধিনায়ক মানা হয় মহেন্দ্র সিং ধোনিকে। আজ (৭ জুলাই) ৩৯ বছরে পা দিলেন ফিনিশার, ক্যাপ্টেন কুল প্রভৃতি নামে পরিচিত এই ক্রিকেটার। বিশেষ এই দিনে জেনে নেয়া যাক তার জানা-অজানা ৩৯টি তথ্য! এর মাঝে রয়েছে অনেক মজার জিনিসও!
১. পূর্ণ নাম – মহেন্দ্র সিং ধোনি
২. ডাক নাম – মাহি, ক্যাপ্টেন কুল
৩. জার্সি নম্বর -৭
৪. ব্যক্তিগত জীবন- ১৯৮১ সালের ৭ জুলাই ঝাড়খণ্ডের রাঁচিতে জন্মগ্রহণ করেন। ১.৭৫ মিটার উচ্চতাবিশিষ্ট এই ক্রিকেটারের স্ত্রীর নাম সাক্ষী ধোনি। ২০১০ সালের ৪ জুলাই তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন।
৫. খেলার ধরণ – ডান হাতি ব্যাটসম্যান, উইকেটকিপার, ডান হাতি মিডিয়াম পেসার৬. আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক –
ওডিআই অভিষেক ২৩ ডিসেম্বর ২০০৪, প্রতিপক্ষ বাংলাদেশ
টেস্ট অভিষেক ২ ডিসেম্বর ২০০৫, প্রতিপক্ষ শ্রীলংকা
টি-টোয়েন্টিআই অভিষেক ১ ডিসেম্বর ২০০৬, প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।
৭. ওডিআই ম্যাচে ধোনি – ১০৭৭৩ রান, ১০টি সেঞ্চুরি, ৭৩টি হাফ সেঞ্চুরি।
৮. টি-টোয়েন্টি ম্যাচে ধোনি – ১৬১৭ রান, দুটি হাফ সেঞ্চুরি।
৯. টেস্ট ম্যাচে ধোনি -৪৮৭৬ রান, ৬টি সেঞ্চুরি, ৩৩টি হাফ সেঞ্চুরি।
১০. ধোনির প্রথম ভালোবাসা- এক সাক্ষাৎকারে ধোনি বলেছেন, ‘আমি আমার দেশকে সবচেয়ে ভালোবাসি। আমার স্ত্রী জানে, দেশ ও বাবা-মার পর সে আমার কাছে তৃতীয় গুরুত্বপূর্ণ বিষয়।’
১১. ২০১৯ সালের ৩১ জুলাই কাশ্মীরে আর্মি সৈন্য হিসেবে দায়িত্ব পালন করেছেন ধোনি।
১২. ২০২০ আইপিএলে ১৫ কোটি ভারতীয় রুপি সম্মানী পাচ্ছেন এই ক্রিকেটার। আইপিএলে সবমিলিয়ে ১৩৭.৮ কোটি রুপি পারিশ্রমিক পেয়েছেন তিনি।১৩. আইপিএল থেকে সবচেয়ে বেশি আয় করা ক্রিকেটার ধোনি।
১৪. ২০২০ আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলবেন ক্যাপ্টেন কুল।
১৫. ক্রিকেট ছাড়া ফুটবল ও ব্যাডমিন্টন ভালো খেলতে পারেন ধোনি। ফুটবলে তিনি একজন দুর্দান্ত গোলরক্ষক। ফুটবল ও ব্যাডমিন্টন দুটি খেলাতেই ক্লাব ও জেলা পর্যায়ে খেলেছেন এই ক্রিকেটার।
১৬. ক্রিকেটে ধোনির প্রিয় শট ‘দ্য হেলিকপ্টার শট’।
১৭. ধোনির প্রিয় অভিনেতা জন আব্রাহাম।
১৮. ধোনির প্রিয় গান – সাবেক আরতীয় অধিনায়ক পুরনো ক্ল্যাসিক হিন্দি গানের ভক্ত। এছাড়া তিনি কিশোর কুমারের ভক্ত।
১৯. প্রিয় খাবার – ধোনি মুরগী সম্পর্কিত খাবারের বিশেষ ভক্ত। এছাড়া তিনি চকলেট পছন্দ করেন।
২০. প্রিয় রেসলার – রেসলিং প্রতিযোগীতাও উপভোগ করেন ধোনি। ব্রেট ‘দ্য হিটম্যান’ এবং হাল্ক হোগান তার প্রিয় রেসলার।
২১. পেশাদার ক্রিকেটে প্রথম অভিষেক – রঞ্জি ট্রফিতে বিহারের হয়ে আসামের বিপক্ষে ১৯৯৯-২০০০ মৌসুমে ধোনির অভিষেক হয়। নিজের প্রথম ইনিংসে অপরাজিত ৬৮ রান করেন তিনি।২২. এশিয়ার প্রথম ও বিশ্বের তৃতীয় অধিনায়ক হিসেবে ওয়ানডে ফরম্যাটে দলকে ২০০ ম্যাচে নেতৃত্ব দেয়ার গৌরব অর্জন করেছেন ধোনি।
২৩. অধিনায়ক হিসেবে সর্বোচ্চ ছক্কা মারার রেকর্ড ধোনির দখলে।
২৪. অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি আন্তর্জাতিক ম্যাচে খেলার রেকর্ডও গড়েছেন ধোনি।
২৫. শ্রীলংকার বিপক্ষে জয়পুরে অপরাজিত ১৮৩ রান করেছিলেন ধোনি। এটি তার ব্যক্তিগত সর্বোচ্চ ওয়ানডে রানের ইনিংস। এছাড়া ওয়ানডে ক্রিকেটে অধিনায়ক হিসেবে এটিই সর্বোচ্চ রানের ইনিংস।
২৬. ২০১৩ সালে চেন্নাই টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২২৪ রান করেছিলেন ধোনি। এটা তার ব্যক্তিগত সর্বোচ্চ টেস্ট ইনিংস এবং ভারতের অধিনায়ক হিসেবে দ্বিতীয় সর্বোচ্চ।
২৭. সীমিত ওভারের ক্রিকেটে ধোনিকে সেরা ফিনিশার হিসেবে আখ্যায়িত করা হয়।
২৮. একমাত্র ক্রিকেটার হিসেবে নয়টি আইপিএলের ফাইনালে খেলেছেন ধোনি। এর মাঝে তিনবার চেন্নাই সুপার কিংসের হয়ে শিরোপা জিতেছেন তিনি।
২৯. টি-টোয়েন্টিতে উইকেটরক্ষক হিসেবে সর্বোচ্চ ক্যাচ ধরার রেকর্ড গড়েছেন ধোনি।৩০. মোটরসাইকেলের অন্ধ ভক্ত ধোনি। তার ব্যক্তিগত গ্যারেজে অসংখ্য সুপারবাইক ও মোটরসাইকেল রয়েছে। ইয়ামাহা আরডি৩৫০ ধোনির প্রথম বাইক।
৩১. ধোনি টেস্ট ফরম্যাটে ভারতের সফলতম অধিনায়ক।
৩২. ভারতের দ্বিতীয় অধিনায়ক হিসেবে নিজের প্রথম হোম ও অ্যাওয়ে টেস্ট জয় পেয়েছেন ধোনি।
৩৩. একমাত্র ভারতীয় অধিনায়ক হিসেবে ধোনির টানা পাঁচটি সিরিজ জয়ের দুর্লভ কৃতিত্ব রয়েছে।
৩৪. ক্রিকেট ইতিহাসের একমাত্র অধিনায়ক হিসেবে আইসিসির সবকটি ট্রফি জিতেছেন ধোনি।
৩৫. কুকুর ধোনির প্রিয় প্রাণী।
৩৬. ক্যারিয়ারে সর্বমোট ১২৩ বার স্ট্যাম্পিং করেছেন ধোনি।
৩৭. সাবেক এই ভারতীয় অধিনায়ক ২০১৫ সালের ৬ ফেব্রুয়ারি বাবা হন। তার কন্যাসন্তানের নাম জিভা।
৩৮. বিখ্যাত এই অধিনায়কের জীবনির উপর ভিত্তি করে একটা বায়োগ্রাফিকাল সিনেমা রয়েছে। ‘এমএস ধোনি, দ্য আনটোল্ড স্টোরি’ নামে পরিচিত এই সিনেমাটি ২০১৬ সালের ৩০ সেপ্টেম্বর মুক্তি পায়।৩৯. আমেরিকায় একটি গলফ টুর্নামেন্টেও খেলোয়াড় হিসেবে অংশগ্রহণ করেছেন ধোনি।
Leave a Reply