লোকালয় ডেস্কঃ বাড়ির উঠানে ধান মাড়াই করছিলেন মেহের আলী (৫০)। সেসময় একটি ছাগল এসে ধান খাওয়া শুরু করে। এতে ক্ষুব্ধ হয়ে পিটিয়ে ছাগলটির পা ভেঙে দেন মেহের আলী। এখবর পেয়ে প্রতিবাদ করেন ছাগলটির মালিক পাশের বাড়ির জায়দা বেওয়া। এরপর মেহের আলী আরও ক্ষিপ্ত হয়ে লাঠি দিয়ে জায়দার ঘাড়ে আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। প্রতিবেশীরা তাকে উদ্ধার করে বগুড়া ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্থানীয়দের কাছে এসব তথ্য জানা গেছে।
রবিবার (২০ মে) বগুড়ার ধুনট উপজেলার চিকাশী গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ধুনট থানা পুলিশ মেহের আলীকে গ্রেফতার করেছে।
এ ব্যাপারে ধুনট থানার ওসি (তদন্ত) ফারুকুল ইসলাম জানান, ছাগলের ধান খাওয়া নিয়ে বিরোধে প্রতিবেশীর লাঠির আঘাতে এক বৃদ্ধা মারা গেছেন। তাৎক্ষণিকভাবে হামলাকারীকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তি হত্যার দায় স্বীকার করেছেন। পুলিশ আরও জানান, এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।