সংবাদ শিরোনাম :
ধর্ষণ থেকে বাঁচতে দোতলা থেকে লাফ দিলেন কলেজছাত্রী

ধর্ষণ থেকে বাঁচতে দোতলা থেকে লাফ দিলেন কলেজছাত্রী

অভিযুক্ত
অভিযুক্ত

লোকালয় ডেস্কঃ টাঙ্গাইলের মির্জাপুরে ধর্ষণের হাত থেকে বাঁচতে দোতলা থেকে লাফিয়ে পড়ে গুরুতর আহত হয়েছেন এক কলেজছাত্রী। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। রবিবার (২৬ মে) এই ঘটনা ঘটে।

এ ঘটনায় ওই কলেজছাত্রীর মা বাদী হয়ে মঙ্গলবার (২৮ মে) অভিযুক্ত দু’জনকে আসামি করে মামলা করেছেন। আসামিরা হলেন- যুগবানী সমাজকল্যাণ সংস্থা নামে একটি বে-সরকারি প্রতিষ্ঠানের ব্রাঞ্চ ম্যানেজার তানজিরুল হাসান জীবন ও তার সহযোগী আফিয়া বেগম। এ ঘটনায় বুধবার (২৯ মে) আফিয়াকে গ্রেফতার করেছে পুলিশ।

অভিযুক্ত তানজিরুল জেলার বাসাইল উপজেলার জশিহাটী গ্রামের বাসিন্দা এবং আফিয়া করটিয়া এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, মির্জাপুর উপজেলার পাকুল্যা বাজারে অবস্থিত ওই প্রতিষ্ঠানের ব্রাঞ্চ ম্যানেজার তানজিরুল গত রবিবার সকালে সহকর্মী আফিয়াকে দিয়ে এক কলেজছাত্রীকে চাকরি দেওয়ার নাম করে তার কক্ষে ডেকে নেয়। ওই ছাত্রী আসার পর আফিয়া কক্ষ থেকে বের হয়ে যায়। এ সুযোগে ওই ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করে তানজিরুল। তখন ওই ছাত্রী কক্ষ থেকে বের হয়ে আসতে চাইলে মূল দরজা বন্ধ পায়। পরে বারান্দার দরজা দিয়ে পাশের একটি ডোবায় লাফিয়ে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসা শেষে মঙ্গলবার (২৮ মে) ওই ছাত্রী বাড়ি ফেরেন।

ওই কলেজছাত্রী বলেন, বেশ কয়েকদিন আগে পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে গাড়িতে দেখা হয় তানজিরুলের সঙ্গে। তখন তিনি আমার বিষয়ে জানতে চান। আমি পরিচয় দিলে সে আমাকে একটি ব্যাংকের ব্রাঞ্চ ম্যানেজার হিসেবে পরিচয় দেয় এবং ওই ব্যাংকে চাকরি দেওয়ার কথা বলেন।.

এই ছাত্রীর মা বলেন, আমার মেয়েকে চাকরি দেওয়ার কথা বলে ধর্ষণচেষ্টা করা হয়েছে। এ ঘটনায় আমি মামলা করেছি।

মির্জাপুর কুমুদিনী হাসপাতালে চিকিৎসক ডা. প্রত্যয় বড়ুয়া বলেন, ‘মেয়েটির মেরুদণ্ডের একটি হাড় ফেটেছে এবং পা কেটে গেছে। তাকে দেড় মাসের বিশ্রামে থাকতে বলা হয়েছে।’

এ ব্যাপারে যুগবানী সমাজকল্যাণ সংস্থার টাঙ্গাইল হেড অফিসের জেনারেল ম্যানেজার আকতার হোসেন বলেন, ‘এটা প্রেমঘটিত কারণে হয়েছে। একটি প্রতিষ্ঠানের সুনাম নষ্টের অধিকার কোনও কর্মকর্তার নেই। তাই অভিযুক্ত ব্রাঞ্চ ম্যানেজার তানজিরুলকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।’

মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম মিজানুল হক  বলেন, ‘এ ঘটনায় দুইজনের বিরুদ্ধে মামলা হয়েছে। তানজিরুলের সহযোগী আফিয়াকে গ্রেফতার করে দুপুরে আদালতে পাঠানো হয়েছে। অভিযুক্ত মূল আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com