দ্বিতীয় দিনে ধানের শীষের টিকেট পেলেন যারা

দ্বিতীয় দিনে ধানের শীষের টিকেট পেলেন যারা

দ্বিতীয় দিনে ধানের শীষের টিকেট পেলেন যারা
দ্বিতীয় দিনে ধানের শীষের টিকেট পেলেন যারা

লোকালয় ডেস্কঃ আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে মঙ্গলবার মনোনয়নপ্রাপ্তদের দ্বিতীয়দিনের মতো চিঠি দেয়া শুরু করেছে বিএনপি।

আগের দিনের মতো আজও গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈকি কার্যালয় থেকে চিঠি সংগ্রহ করছেন মনোনয়নপ্রাপ্তরা।

এরআগে গতকাল বগুড়া ৬ , ৭ ও ফেনী-১ আসনে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার জন্য চিঠি হস্তান্তরের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে চিঠি দেয়া শুরু করে বিএনপি।

গতকাল যে আসনগুলোতে মনোনয়নের চিঠি দেয়া হয়েছে এর বেশ ক’টি আসনে দেখা গেছে দুই বা ততোধিক মনোনয়ন প্রত্যাশীকে চিঠি দেয়া হয়েছে। গায়েবি মামলা-পুলিশি হয়রানি ঠেকানোসহ কৌশলগত কারণে একাধিক প্রার্থী দেয়া হয়েছে বলে জানান বিএনপি মহাসচিব।

দ্বিতীয় দিনে ধানের শীষ প্রতীকে মনোনয়ন পেয়েছেন নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনে ব্যারিস্টার কায়সার কামাল, নেত্রকোনা-৩ আসনে রফিকুল ইসলাম হেলালী ও নেত্রকোনা-৫ আসনে আবু তাহের তালুকদার।

এছাড়া ময়মনসিংহ-১ আসনে ইমরান সালেহ প্রিন্স, ময়মনসিংহ-২ শাহ শহীদ সরোয়ার, ময়মনসিংহ-৪ এ আবু ওয়াহাব আকন্দ ও ময়মনসিংহ-৬ থেকে আখতারুল আলম ধানের শীষের টিকিট পেয়েছেন।

মনোনয়নের চিঠি পেয়েছেন ফরিদপুর-২ থেকে শহীদুল ইসলাম বাবুল ও ফরিদপুর-৪ থেকে শাহরিয়া ইসলাম শায়লা।

জামালপুর-১ আসনে এ এম রশীদুজ্জামান মিল্লাত, জামালপুর-৩ মোস্তাফিজুর রহমান বাবুল, জামালপুর-৪ এ শামীম তালুকদার ও জামালপুর-৫ আসনে ওয়ারেস আলী মামুন মনোনয়ন পেয়েছেন।

কুষ্টিয়া-৩ আসনে সোহরাব উদ্দীন ও কুষ্টিয়া-৪ আসনে সৈয়দ মেহেদী আহমেদ রুমীকে মনোনয়ন দেওয়া হয়েছে।

কিশোরগঞ্জ-১ আসনে রেজাউল করিম খান চুন্নু ও কিশোরগঞ্জ-৫ আসনে মুজিবুর রহমান ইকবাল ধানের শীষের প্রার্থী হয়েছেন।

টাঙ্গাইল-১ আসনে ধানের শীষের চিঠি পেয়েছেন ফকির মাহবুব আনাম স্বপন/সরকার শহীদ, টাঙ্গাইল-২ আসনে সুলতান সালাউদ্দিন টুকু/শামছুল আলম তোফা, টাঙ্গাইল-৩ আসনে লুৎফর রহমান খান আজাদ/মাঈনুল ইসলাম, টাঙ্গাইল-৪ আসনে লুৎফর রহমান মতিন/ইঞ্জিনিয়ার আব্দুল হালিম, টাঙ্গাইল-৫ আসনে মেজর জেনারেল (অব) মাহমুদুল হাসান/ছাইদুল হক ছাদু, টাঙ্গাইল-৬ আসনে এ্যাডভোকেট গৌতম চক্রবর্তী/নুর মোহাম্মদ খান, টাঙ্গাইল-৭ আসনে আবুল কালাম আজাদ সিদ্দিকী/সাইদুল ইসলাম খান।

এছাড়া কুমিল্লা-৩ আসনে শাহিদা রফিক, কুমিল্লা-৬ আসনে হাজী ইয়াসিন মনোনয়নের চিঠি পেয়েছেন।

ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনের প্রার্থী হয়েছেন মোহাম্মদ মেহেদী হাসান/এম এ খালেক।

চট্টগ্রাম-১২ আসনে মোহাম্মদ এনামুল হক, চট্টগ্রাম-১৩ আসনে মোস্তাফিজুর রহমান বিএনপির প্রার্থী হয়েছেন।

বরগুনা-২ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন খন্দকার মাহবুব হোসেন।

এর আগে, সকাল থেকে মনোনয়নের চিঠির জন্য বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ের বাইরে ভিড় জমান নেতাকর্মীরা।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কারাগারে এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিদেশে থাকায় মনোনয়নের চিঠি দিচ্ছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি সকাল সাড়ে ১১টার দিকে কার্যালয়ে প্রবেশ করেন। এরপরই মনোনীতদের চিঠি দেওয়া শুরু হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com