অনলাইন ডেস্ক: নিরাপদ সড়কের দাবিতে কোমলমতি শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে বিএনপি-জামায়াত যে ‘ষড়যন্ত্র’ করেছে তাই এখন প্রকাশ করা হচ্ছে বলে দাবি করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) একাংশের সভাপতি বলেন, ‘সরকারকে দোষারোপ করে লাভ নেই, যা সত্য তাই প্রকাশ করা হচ্ছে।’
আজ শনিবার সকালে কুষ্টিয়ার ভেড়ামারায় জাতীয় ফলদ বৃক্ষমেলার উদ্বোধনের আগে হাসানুল হক ইনু এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, ‘ছাত্র-ছাত্রীদের আন্দোলনকে বিএনপি-জামায়াত চক্ররা ষড়যন্ত্রের আন্দোলনে পরিণত করতে ব্যর্থ হয়েছে, আর সে কারণেই তাদের গাত্রদাহ, মনের জ্বালা। ছাত্র আন্দোলনের সব দাবি মেনে নিয়ে সরকার তা বাস্তবায়ন করেছে। সুতরাং ছাত্রছাত্রীদের কাঁধে বন্দুক রেখে কোনো পরিস্থিতিতেই জল ঘোলা করতে পারবেন না।’
এ সময় বিএনপি-জামায়াতের সমালোচনা করে জাসদ একাংশের সভাপতি বলেন, ‘বিএনপি এবং জামায়াত জঙ্গিরা শোকের মাসে বঙ্গবন্ধুর প্রতি সমবেদনা কিংবা শ্রদ্ধা জানায় না। ওরা দিনে-দুপুরে মিথ্যাচার করে ইতিহাসকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করে।’
নিরাপদ সড়কের দাবিতে অন্দোলন চলাকালে সাংবাদিকদের ওপর নির্যাতন প্রসঙ্গে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, ‘আহত সাংবাদিকদের চিকিৎসার ব্যয়ভার গ্রহণ করেছে সরকার। সাংবাদিকদের দাবির সঙ্গে সরকার একমত। দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে, দুর্বৃত্তদের দ্রুত গ্রেপ্তার করা হবে এবং কঠিন সাজা দেওয়া হবে।’
এ সময় জাসদ একাংশের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও কুষ্টিয়া জেলা জাসদের সাধারণ সম্পাদক আব্দুল আলীম স্বপন, উপজেলা নির্বাহী কর্মকতা (ইউএনও) সোহেল মারুফ, ভেড়ামারা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নুর-ই-আলম সিদ্দিকীসহ জাসদ ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।