লোকালয় ২৪

দোকান ছেড়ে পালালো ব্যবসায়ী, এক মণ মাংস গেলো এতিমখানায়

দোকান ছেড়ে পালালো ব্যবসায়ী, এক মণ মাংস গেলো এতিমখানায়

ঢাকা- রাজধানীর বিভিন্ন স্থানে গরুর মাংসের দোকানে গতকাল অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

এ সময় নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত রাখায় বেশ কিছু মাংসের দোকানকে জরিমানা করা হয়। অভিযান চলাকালে জরিমানার ভয়ে পালিয়ে যাওয়ায় এক দোকানের প্রায় এক মণ মাংস আশপাশের দুটি এতিমখানায় বিতরণ করে দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের কর্মকর্তারা।

এ অভিযানে ১০টি প্রতিষ্ঠানকে মোট ৪১ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক আফরোজা রহমান ও ইন্দ্রানী রায়। অভিযানে সার্বিক সহযোগিতা করে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) -১ সদস্যরা।

অধিদফতরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক (উপ সচিব) মনজুর মোহাম্মদ শাহরিয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সিটি কর্পোরেশনের পক্ষ থেকে মাংসের দাম নির্ধারণ করে দেয়া হয়েছে। গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারি মেরাদিয়া বাজারের কবিরের দোকানে বেশি দামে মাংস বিক্রি করা হচ্ছে। অভিযোনে গেলে কবির দোকান থেকে পালিয়ে যান। আমরা কাউকে না পেয়ে দোকানে থাকা প্রায় এক মণ মাংস জব্দ করি। পরে পাশের তিন মাদরাসা ও এতিমখানায় তা বিতরণ করা হয়।

এছাড়া বেশি দামে গরুর মাংস বিক্রি ও মূল্য তালিকা না থাকায় রাজধানীর সবুজবাগসহ বিভিন্ন এলাকার ১০ প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।