বার্তা ডেস্কঃ ‘নির্বাচনের আগে প্রধানমন্ত্রী পদত্যাগ করলে দেশ চালাবে কে? মির্জা ফখরুল সাহেব? নাকি খালেদা জিয়া?’ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এক মন্তব্যের পরিপ্রেক্ষিতে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ কথা বলেছেন।
বুধবার (২৮ মার্চ) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে সেতুমন্ত্রী এসব কথা বলেন।
এর আগে, মঙ্গলবার (২৭ মার্চ) বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন, নির্বাচনের আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পদত্যাগ করতে হবে। এ প্রসঙ্গে ওবায়দুল কাদেরের মন্তব্য জানতে চাইলে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী যদি পদত্যাগ করেন, তাহলে দেশ চালাবে কে? মির্জা ফখরুল সাহেব? নাকি খালেদা জিয়া? তিনি কি কারাগারে বসে দেশ পরিচালনা করবেন? নির্বাচনকালীন সরকার সংবিধানে যেভাবে আছে, সেভাবেই নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে কোনও নড়চড় হবে না। সংবিধান পরিবর্তনের আর সুযোগ নাই।’
সাংগঠনিকভাবে আওয়ামী লীগের অবস্থা কী— জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, ‘আমরা শক্তিশালী। ভালো অবস্থানে আছি। সুপ্রিম কোর্টে (সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন) জিতে বিএনপি মনে করছে দেশ জয় করে ফেলেছে। আমরা যে এত জায়গায় জয়ী হই, তার কোনও সংবাদ আসে না।’
সম্প্রতি জার্মান একটি গবেষণা প্রতিষ্ঠানে বাংলাদেশকে স্বৈরতান্ত্রিক দেশ হিসেবে অভিহিত করা হয়েছে। এ প্রসঙ্গে সেতুমন্ত্রী বলেন, ‘জাতিসংঘ যখন বাংলাদেশকে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের স্বীকৃতি দিয়েছে, ঠিক সেই মুহূর্তেই এই প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। এমন প্রতিবেদনের প্রতিবেদনের কী উদ্দেশ্য, তা খতিয়ে দেখছি। আমরা এরই মধ্যে কাগজপত্র সংগ্রহ করেছি।’
Leave a Reply