লোকালয় ডেস্ক:দেশে ২৪ ঘণ্টায় ১৯৮ ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ১৮৯ জনই রাজধানী ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে এ বছর ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৬ হাজার ১০০ জনে।
আজ রবিবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
এর আগে গতকাল ২৫৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হন।
ওই ৬ হাজার ১০০ জনের মধ্যে শুধু চলতি আগস্টে আক্রান্তের সংখ্যা ৩ হাজার ৪৪২ জন। এর আগে, জুলাই মাসে ২ হাজার ২৮৬ জন, জুন মাসে ২৭২ জন ও মে মাসে ৪৩ জন ডেঙ্গুতে আক্রান্ত হন। বর্তমানে রাজধানীর বিভিন্ন হাসপাতালে ৯৬০ জন এবং রাজধানীর বাইরে ৮৯ ডেঙ্গু রোগী চিকিৎসাধীন।
Leave a Reply