সংবাদ শিরোনাম :
দেশে বর্তমানে ৭০ লাখ মানুষ মাদকাসক্ত: সামজকল্যাণমন্ত্রী

দেশে বর্তমানে ৭০ লাখ মানুষ মাদকাসক্ত: সামজকল্যাণমন্ত্রী

দেশে বর্তমানে ৭০ লাখ মানুষ মাদকাসক্ত: সামজকল্যাণমন্ত্রী

পাবনা প্রতিনিধি: সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, দেশে বর্তমানে ৭০ লাখ মানুষ মাদকাসক্ত। এর মধ্যে ১০ ভাগ নারী-কিশোরী। এটা আমাদের জন্য দুর্ভাগ্যজনক। আমাদের সামনে এখন প্রচণ্ড চ্যালেঞ্জ মাদক নিয়ন্ত্রণ করা।

তিনি বলেন, দেশের ৩৫ ভাগ হল তরুণ সমাজ। তাদের কাজে লাগাতে পারলে বাংলাদেশ উন্নত দেশে পরিণত হতে বেগ পেতে হবে না।

শনিবার দুপুরে পাবনা শহরতলির নুরপুর বাইপাস এলাকায় ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্টের উদ্যোগে এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সহায়তায় ২৫০ শয্যাবিশিষ্ট পাবনা কমিউনিটি হেলথ অ্যান্ড হার্ট হাসপাতালের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। হৃদরোগ বিশেষায়িত হাসপাতাল পাবনায় এটাই সর্বপ্রথম।

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্টের চেয়ারম্যান প্রফেসর কাজী কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক জসিম উদ্দিন, পুলিশ সুপার জিহাদুল কবির, সিভিল সার্জন ডা. তাহাজ্জেল হোসেন, পাবনা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. রিয়াজুল হক, ট্রাস্টের কো-অর্ডিনেটর মাহমুদুর রহমান। স্বাগত বক্তব্য দেন হাসপাতালের উপদেষ্টা এস মুস্তাকিম সবুজ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com