দেশে একদিনে মৃত্যু ৪৩, আক্রান্ত ৪০০৮

দেশে একদিনে মৃত্যু ৪৩, আক্রান্ত ৪০০৮

lokaloy24.com

লোকালয় ডেস্কঃ  গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত আরো ৪ হাজার ৮ জনকে শনাক্ত করা হয়েছে। যা একদিনের আক্রান্তের পরিসংখ্যানে সর্বোচ্চ। একই সময়ে মারা গেছেন আরো ৪৩ জন। এ নিয়ে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ৯৮ হাজার ৪৮৯ জনে দাঁড়িয়েছে। এখন পর্যন্ত মারা গেছেন এক হাজার ৩০৫ জন।

বুধবার দুপুর আড়াইটায় করোনা পরিস্থিতি নিয়ে অনলাইনে দৈনন্দিন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

বুলেটিনে বলা হয়, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ৫৯টি ল্যাবে ১৭ হাজার ৫২৭টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে আরো চার হাজার ৮ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ফলে করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯৮ হাজার ৪৮৯ জনে।

আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৪৩ জন। এদের মধ্যে পুরুষ ২৮ জন এবং নারী ১৫ জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল এক হাজার ৩০৫ জনে।

আইইডিসিআরের তথ্যানুযায়ী, হাসপাতাল ও বাসায় চিকিৎসা নিয়ে আরো ১ হাজার ৯২৫ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট ৩৮ হাজার ১৮৯ জন সুস্থ হলেন।

দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটার এর তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত মহামারি করোনাভাইরাসে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ৪ লাখ ৪৬ হাজার ৩৯০। এছাড়া আক্রান্ত হয়েছেন ৮২ লাখ ৭৪ হাজার ৫৯৮ জন। সুস্থ হয়ে উঠেছেন ৪৩ লাখ ৩৩ হাজার ৬৯৫ জন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com