দেশের মানুষ জাতীয় পার্টিকেই ক্ষমতায় দেখতে চায়: এরশাদ

দেশের মানুষ জাতীয় পার্টিকেই ক্ষমতায় দেখতে চায়: এরশাদ

দেশের মানুষ জাতীয় পার্টিকেই ক্ষমতায় দেখতে চায়: এরশাদ
দেশের মানুষ জাতীয় পার্টিকেই ক্ষমতায় দেখতে চায়: এরশাদ

লোকালয় ডেস্কঃ দেশের মানুষ জাতীয় পার্টিকেই ক্ষমতায় দেখতে চায় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর বিশেষ দূত ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

২ অক্টোবর, মঙ্গলবার সকালে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী অফিসে বাংলাদেশ খেলাফত মজলিসের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় এ মন্তব্য করেন এরশাদ।

হুসেইন মুহম্মদ এরশাদ বলেন, ‘জাতীয় নির্বাচনে লাঙল প্রতীকে ভোট দিতে অপেক্ষা করে আছে দেশের মানুষ। তারা জাতীয় পার্টিকেই ক্ষমতায় দেখতে চায়।’

নেতাকর্মীদের উদ্দেশে এরশাদ বলেন, ‘জাতীয় পার্টি ও সম্মিলিত জাতীয় জোটের নেতাকর্মীদের সকল ষড়যন্ত্র মোকাবিলা করে এগিয়ে যেতে হবে। বিজয়ের লক্ষ্যে দক্ষতা ও আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে।’

সভায় জাতীয় পার্টির মহাসচিব এ.বি.এম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু, সুনীল শুভ রায়, মেজর (অব.) খালেদ আখতার, শফিকুল ইসলাম সেন্টু উপস্থিত ছিলেন।

বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমির মাওলানা ইসমাইল নুরপুরীর নেতৃত্বে সভায় মজলিসের নায়েবে আমির জুবায়ের আহমেদ আনসারী, মাওলানা রেজাউল করিম জালালী, যুগ্ম-মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমেদ, মাওলানা আতাউল্লাহ আমিন, সাংগঠনিক সম্পাদক মুফতি শারাফত হুসাইন, বায়তুলমাল সম্পাদক আজিজুর রহমান হেলাল, ঢাকা মহানগর সভাপতি মাওলানা এনামুল হক মুসা মতবিনিময় সভায় অংশ নেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com