সংবাদ শিরোনাম :
দেশজুড়ে লকডাউন, সমুদ্র ভ্রমণে স্বাস্থ্যমন্ত্রী!

দেশজুড়ে লকডাউন, সমুদ্র ভ্রমণে স্বাস্থ্যমন্ত্রী!

lokaloy24.com/

লোকালয় ডেস্ক: করোনা বিস্তার ঠেকাতে বিশ্বের বিভিন্ন দেশের মতো নিউজিল্যান্ডেও জারি করা হয়েছে লকডাউন। তবে এই লকডাউনের মধ্যেই পরিবারসহ নিউজিল্যান্ডের একটি সমুদ্র সৈকতে যান দেশটির স্বাস্থ্যমন্ত্রী ডেভিড ক্লার্ক। আর এমন কাজে অনুতপ্ত হয়ে নিজেকে নির্বোধ বলেও সম্বোধন করেছেন তিনি।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, লকডাউন চলার মধ্যে গত ২৫ মার্চ বাড়ি থেকে গাড়ি চালিয়ে প্রায় ১২ মাইল দূরে সমুদ্র ভ্রমণে যান নিউজিল্যান্ডের স্বাস্থ্যমন্ত্রী ডেভিড ক্লার্ক। স্বাস্থ্যমন্ত্রী হয়ে লকডাউন ভাঙ্গার কারণে ইতিমধ্যে পদত্যাগপত্র জমা দিয়েছে ডেভিড ক্লার্ক। তবে করোনা পরিস্থিতি সংকটাপন্ন হওয়ায় তিনি এখনই দায়িত্ব ছাড়ছেন না বলে জানা গেছে। এদিকে এমন হঠকারিতার কারণে ডেভিড ক্লার্ককে নিউজিল্যান্ডের সহকারী অর্থমন্ত্রীর পদ থেকেও সরিয়ে দেয়া হয়েছে। পাশাপাশি নিউজিল্যান্ডের মন্ত্রী পরিষদের র‍্যাংকিংয়ে তার অবনতি হয়েছে বলে বিবিসির খবরে বলা হয়েছে।

নিউজিল্যান্ডে এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ১১শ জন । তবে দেশটিতে এ ভাইরাসে মারা গেছেন একজন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com