সংবাদ শিরোনাম :
দুর্ঘটনা রোধে চালকদের না, পথচারীদের সচেতন হতে হবে: নৌমন্ত্রী

দুর্ঘটনা রোধে চালকদের না, পথচারীদের সচেতন হতে হবে: নৌমন্ত্রী

দুর্ঘটনা রোধে চালকদের না, পথচারীদের সচেতন হতে হবে: নৌমন্ত্রী
দুর্ঘটনা রোধে চালকদের না, পথচারীদের সচেতন হতে হবে: নৌমন্ত্রী

লোকালয় ডেস্কঃ নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, সড়ক দুর্ঘটনা রোধে শুধু চালকদের সচেতন হলে হবে না, যাত্রী-পথচারীদেরও সচেতন হতে হবে।

শুক্রবার (৪ মে) দুপুরে মাদারীপুর শিল্পকলা অ্যাকাডেমিতে জেলা শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

নৌমন্ত্রী বলেন, কোন দুর্ঘটনা ঘটলে শুধুমাত্র চালকদের দোষী বলা ঠিক নয়। দুর্ঘটনার ক্ষেত্রে যাত্রীদেরও খামখেয়ালীপনা থাকে। কেউ কেউ রাস্তা পার হওয়ার সময় মোবাইলে কথা বলেন, আবার কেউ কেউ জানালার বাহিরে হাত রেখে গাড়িতে যাতায়াত করেন। এ কারণেই অনেক দুর্ঘটনা ঘটে, এসব বিষয়ে সবাইকে সচেতন হতে হবে।

তিরি আরো বলেন, দেশে বিএনপি-জামায়াত পাকিস্তানিদের পক্ষ নিয়ে মুক্তিযুদ্ধের সময় মানুষ হত্যা করেছিল। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিন বছর সাত মাস ক্ষমতায় থাকার পর তাকে হত্যা করা হয়। অথচ, সেই হত্যাকারীদের নিয়ে জিয়াউর রহমান রাষ্ট্র পরিচালনা করেছেন। পাশাপাশি মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করার চক্রান্ত করেছিল। এই পাকিস্তানী প্রেতআত্মাদের নিয়ে যারা দল করেছিল সকলের উচিত তাদের প্রত্যাখান করা।

এসময় উপস্থিত ছিলেন- মাদারীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক ছগির হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার সুমন দেব, সদর উপজেলা চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খান, পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ প্রমুখ।

বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি বজুলর রহমান হাওলাদার ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবুল কাশেম সম্মেলনে আমিনউদ্দিন হাই স্কুলের প্রধান শিক্ষক সৈয়দ আকমল হোসেনকে সভাপতি ও কয়ারিয়া ঈদগাহ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লাল মিয়া জমাদারকে বাংলাদেশ শিক্ষক সমিতির মাদারীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট কমিটির ঘোষণা দেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com