লোকালয় ২৪

দুবাইয়ে ২ কোটি ৩০ লাখ টাকা জিতলেন বাংলাদেশি

দুবাইয়ে ২ কোটি ৩০ লাখ টাকা জিতলেন বাংলাদেশি

প্রবাসের কথা ডেস্ক- দুবাইয়ের এক লটারি প্রতিযোগিতায় ১০ লাখ দিরহাম জয় করেছেন এক প্রবাসী বাংলাদেশি। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ২ কোটি ৩০ লাখ টাকা। ওই বাংলাদেশির নাম আবদুল্লাহ আল আরাফাত মোহাম্মদ মহসিন (৩০)। বাড়ি ফেনীর সোনাগাজীতে।

ইউএইর নামকরা বৈদেশিক মুদ্রা বিনিময় প্রতিষ্ঠান আল আনসারি এক্সচেঞ্জ তাদের গ্রাহকদের নিয়ে গ্রীষ্মকালীন র‍্যাফল ড্রর আয়োজন করেছিল। গত মঙ্গলবার এই ড্রয়ে প্রথম পুরস্কার পেয়েছেন মহসিন।

আটজন চূড়ান্তপ্রার্থীকে (দুজন আমিরাতী, দুজন ফিলিপিনো, একজন ভারতীয়, একজন পাকিস্তানি, একজন ইন্দোনেশিয়ান এবং আরেকজন বাংলাদেশি) পিছনে ফেলে এ পুরস্কার জিতে নেন।

অন্য আটজন চূড়ান্ত প্রতিযোগীদেরও খালি হাতে ফিরতে হয়নি। তাদেরকেও ১০ হাজার দিরহাম প্রতিজন করে দেয়া হয়েছে।

খালিজ টাইমস জানিয়েছে, আমিরাত ভিত্তিক বৈদেশিক মুদ্রা এবং বিশ্বব্যাপী অর্থ স্থানান্তর সংস্থা আনসারি এক্সচেঞ্জ তাদের গ্রাহকদের নিয়ে প্রতি বছর এই লটারির আয়োজন করে।

এ বছর প্রথম পুরস্কার জেতা ৩০ বছর বয়সী মহসিন সামনের মাসে বাবা হবেন। তার এ প্রাপ্তিতে সন্তানের ভাগ্য জড়িয়ে আছেন বলেও তিনি আবেগাপ্লুত কণ্ঠে জানান।

খালিজ টাইমস আরও জানায়, পুরস্কারের অর্ধেক টাকা স্ত্রীর কাছে পাঠাবেন তিনি। বাকিটা মোবাইলের ক্ষুদ্রা যন্ত্রাংশের ব্যবসায় বিনিয়োগ করবেন। মহসিনের টেইলের ব্যবসাও রয়েছে।