লোকালয় ২৪

দুদক কার্যালয়ে সাকিব আল হাসান

দুদক কার্যালয়ে সাকিব আল হাসান

স্পোর্টস আপডেট ডেস্ক- ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব গোপন করায় সব ধরনের ক্রিকেট থেকে বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসানকে দুই বছরের জন্য নিষিদ্ধ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এর মধ্যে শর্ত সাপেক্ষে মধ্যে এক বছরের শাস্তি স্থগিত করা হয়েছে।

গত ২৯ অক্টোবর থেকে ২০২০ সালের ২৯ অক্টোবর পর্যন্ত নিষিদ্ধ থাকবেন সাকিব। এই নিষেধাজ্ঞার চারদিন পর আজ রোববার দুর্নীতি দমন কমিশনের (দুদক) কার্যালয়ে যান তিনি।

জানা গেছে, রবিবার রাজধানীর সেগুনবাগিচার ওই কার্যালয়ে সকাল ১০ টার দিকে তিনি উপস্থিত হন। তবে গণমাধ্যমের সঙ্গে কোনো কথা বলেননি সাকিব। অন্যদিকে ঠিক কী কারণে তিনি দুদক কার্যালয়ে এসেছেন এ বিষয়টিও নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে দুদক সূত্রে জানা গেছে, সাকিব আল হাসান দুর্নীতি দমন কমিশনের (দুদক) শুভেচ্ছা দূত। তবে নতুন নিষেধাজ্ঞার পর সাকিবকে দুদকের শুভেচ্ছা দূত হিসেবে রাখা হবে কি-না, এ বিষয়ে সিদ্ধান্ত নিতে আলোচনার জন্য তাকে কার্যালয়ে ডাকা হয়েছে।