লোকালয় ২৪

দুদকের মামলায় দণ্ডপ্রাপ্ত বিএনপির নেত্রী সাবিরা কারাগারে

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সাবিরা।

অনলাইন ডেস্ক : মিথ্যা তথ্য ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের দায়ে ছয় বছরের কারাদণ্ডপ্রাপ্ত যশোরের ঝিকরগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান সাবিরা নাজমুল মুন্নিকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

 

আজ মঙ্গলবার ঢাকার সাত নম্বর বিশেষ জজ মো. শহিদুল ইসলাম এ আদেশ দেন। সাবিরা বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য।

 

দুদকের সরকারি কৌঁসুলি মীর আহম্মেদ অনলাইনকে বলেন, বিএনপি নেত্রী সাবিরা আজ আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। বিচারক জামিনের আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

 

গত ১২ জুলাই একই আদালত দুর্নীতি দমন আইন ২০০৪ সালের ২৬ (২) ধারায় আসামি সাবিরাকে তিন বছর ও ২৭ (১) ধারায় তিন বছরসহ মোট ছয় বছরের কারাদণ্ডাদেশ দেন। এ ছাড়া পাঁচ হাজার টাকা করে জরিমানা করেন। ওইদিন সাবিরা পলাতক থাকায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।

 

২০১০ সালের ২০ জুলাই দুদকের সহকারী পরিচালক সৈয়দ আহমদ ধানমণ্ডি থানায় মামলা করেন।

 

মামলার বিবরণ থেকে জানা যায়, আসামি সাবিরা ৫৫ লাখ ৭৮ হাজার ১৩৫ টাকা ৮৪ পয়সা সম্পদের বিষয়ে ভিত্তিহীন হিসাব দেন এবং ৪৫ লাখ টাকার সম্পদের তথ্য গোপন করেন বিধায় দুদক মামলাটি করে। এরপর ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে অভিযোগপত্র দাখিল করে দুদক।