সংবাদ শিরোনাম :
দিল্লিতে ঘরহারাদের জন্য বাংলার দরজা খোলা: মমতা

দিল্লিতে ঘরহারাদের জন্য বাংলার দরজা খোলা: মমতা

lokaloy24.com

দিল্লি সহিংসতায় যারা ঘরবাড়ি সহায় সম্বল হারিয়ে অসহায় হয়ে পড়েছেন, তাদের জন্য বাংলার দরজা খুলে দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তিনি বলেছেন, ‘দিল্লি সহিংসতায় যারা গৃহহীন, সন্তানহীন, আতঙ্কে যাদের দিন কাটছে, তাদের জন্য বাংলার দরজা খোলা। নিজে দু’মুঠো ভাত খেতে পেলে, তাদের একমুঠো ভাত নিশ্চয়ই দেব।’

সোমবার কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি তহবিল গঠনের জন্য তৃণমূল নেতাদের নির্দেশ দিয়ে বলেন, ‘তৃণমূল কংগ্রেস এবার দিল্লিতে  সহিংসতায় ক্ষতিগ্রস্থদের জন্য তহবিল গঠন করছে।’

মোদী সরকারের কঠোর সমালোচনা করে মমতা বলেন, ‘যাঁরা মানুষকে আশ্রয়হীন করতে পারে, তারা মানুষকে আশ্রয় দিতে পারে না, সে ক্ষমতা নেই। এই বাংলা সেই বাংলা, যারা মায়ের আঁচল দিয়ে সকলকে ভালোবাসে, চোখের জল মুছিয়ে দেয়।’

তিনি অভিযোগ তুলে বলেন, ‘বিজেপি শাসিত রাজ্য থেকে বাঙালিদের তাড়িয়ে দেওয়া হচ্ছে। মালদহ বা মুর্শিদাবাদ থেকে ভিন্ন রাজ্যে যারা কর্মরত, তাদের বহুজনরেই রক্তমাখা মৃতদেহ বাংলায় এসেছে। বিহারীদেরও একইভাবে তাড়িয়ে দেওয়া হচ্ছে।’

তিনি দিল্লির সহিংসতাকে পরিকল্পিত গণহত্যা বলে আবারও দাবি করেন। তিনি বলেন, ‘দিল্লির ঘটনা আসলে একটি সুপরিকল্পিত গণহত্যা। আমি কেন গণহত্যা বলছি? কারণ এটা রাষ্ট্রের পক্ষ থেকেই করানো হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com