লোকালয় ডেস্ক : নিরাপদ সড়কসহ বিভিন্ন দাবি দ্রুত বাস্তবায়ন চেয়ে সারাদেশের সঙ্গে দিনাজপুরেও বিক্ষোভ কর্মসূচি পালন শেষে পুলিশকে ফুল দিয়ে ঘরে ফিরেছে শিক্ষার্থীরা।
আজ শনিবার বেলা সাড়ে ১১টায় দিনাজপুর শহরের সদর হাসপাতাল মোড়ে অবস্থান নেয় শিক্ষার্থীরা। এসময় তারা নিরাপদ সড়কের দাবিতে নানা রকমের ব্যানার ফেসটুন নিয়ে বিক্ষোভসহ বিভিন্ন শ্লোগান করতে থাকে। পরে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে জেলার বিভিন্ন স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীরা।
বিক্ষোভ কর্মসূচি পালন শেষে পুলিশকে ফুল দিয়ে ঘরে ফিরেছে শিক্ষার্থীরা।