লোকালয় ২৪

দরিদ্রদের জমির তিন গুণ দাম দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

দরিদ্রদের জমির তিন গুণ দাম দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক : সরকারি প্রকল্পের জন্য দরিদ্রদের চাষের জমি অধিগ্রহণ না করতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যদি জমি নিতেই হয় তাহলে তাদের জমির দাম তিন গুণ দিয়ে এবং পুনর্বাসন করে তার পরে জমি অধিগ্রহণ করতে নির্দেশ দিয়েছেন তিনি।

মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরে পরিকল্পনা মন্ত্রণালয়ের এনইসি সম্মেলন কক্ষে একনেক মিটিং শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এ কথা জানান।

পরিকল্পনামন্ত্রী বলেন, আজকের সভায় প্রধানমন্ত্রী বলেছেন, যারা দরিদ্র আছেন, যাদের অল্প জমি রয়েছে সরকারি কাজে তাদের জমি না নিতে। আর যদি নিতেই হয় তাহলে অবশ্যই ওই জমির দামের তিন গুণ টাকা দিয়ে এবং তাদেরকে পুনর্বাসন করে পরে জমি নিতে হবে।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী আরো বলেছেন, সরকারি অনেক অফিসার আছেন যারা গ্রামে থাকেন না। তাই তাদের ওপর চাপ প্রয়োগ করতে বলেছেন, যাতে তারা তাদের স্ত্রী-সন্তানদের নিয়ে গ্রামে থাকেন এবং সেখানে থেকে ভালোভাবে কাজ করেন।

এছাড়া, প্রধানমন্ত্রী রেলপথ ও নদী ড্রেজিংয়ের ওপর বিশেষ নজর দিতে বলেছেন।