লোকালয় ২৪

থাইল্যান্ডে এবার নৌকাডুবি, ৩৩ মৃতদেহ উদ্ধার

থাইল্যান্ডে এবার নৌকাডুবি, ৩৩ মৃতদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক: থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় ফুকেট দ্বীপে প্রমোদতরী ডুবে যাওয়ার ঘটনায় ৩৩ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের বেশিরভাগই চীনা পর্যটক ছিলেন বলে জানিয়েছে দেশটির দুর্যোগ ও ব্যবস্থাপনা মন্ত্রণালয়।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার নৌকাটি ১০৫ জন যাত্রী নিয়ে উপকূলের সাত কিলোমিটার দূরে নৌকাটি ডুবে যায়। এতে ৯৩ জন পর্যটক, ১১ জন ক্রু ও একজন ট্যুর গাইড ছিলেন। আহত ১২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে গতকাল শুক্রবার প্রচণ্ড ঝড়ো হাওয়ার কারণে উদ্ধার অভিযান বন্ধ রাখে কর্তৃপক্ষ। পরে আজ শনিবার স্থানীয় সময় ভোর ৫টায় নিখোঁজদের সন্ধানে পুনরায় অভিযান শুরু করে দেশটির নৌবাহিনী।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লু কাং বলেন, থাইল্যান্ডের কর্তৃপক্ষকে সহায়তা করতে তার দেশ থেকে টাস্কফোর্স পাঠাচ্ছে। তিনি বলেন, ‘আমরা আশা করি, থাইল্যান্ড সর্বোচ্চ চেষ্টা চালাবে। আহতদের চিকিৎসায় তাঁরা সর্বোচ্চ চেষ্টা করবে।’