লোকালয় ২৪

ত্রিদেশীয় সিরিজে চ্যালেঞ্জ নিতে প্রস্তুত খেলোয়াড়রা

চ্যালেঞ্জ নিতে প্রস্তুত খেলোয়াড়রা ।

শ্রীলঙ্কায় ত্রিদেশীয় সিরিজ খেলতে গতকাল উড়াল দিয়েছে বাংলাদেশ দল।

এই সিরিজটা নিশ্চয়ই বাংলাদেশের জন্য কঠিন একটা সিরিজ হতে যাচ্ছে। বাংলাদেশ এই টি-টোয়েন্টি ফরম্যাটে এখনও তেমন শক্তিশালী দল নয়। তার ওপর দলের প্রধান কোচ না থাকার সমস্যা, সাকিব আল হাসানের অনুপস্থিতি; নানা ধরনের সমস্যা জর্জরিত বাংলাদেশ দল।

শ্রীলঙ্কায় রওনা হওয়ার আগে বাংলাদেশের খেলোয়াড়রা বলছিলেন, তারা বুঝতে পারছেন, কঠিন একটা সিরিজ হবে। তারপরও নিজেদের নিয়ে আশাবাদী খেলোয়াড়রা। পেসার রুবেল হোসেন যেমন সিরিজটা নিয়ে বলছিলেন, ‘লাস্ট আমাদের দেশে যে খেলাগুলো হলো সেখানে ভাল করতে পারিনি। তো এই সিরিজটা আমাদের জন্য চ্যালেঞ্জিং, প্রতিটি প্লেয়ারের জন্য। লাস্ট এখানে আমরা কয়েকটি ম্যাচ খেলেছি, অনুশীলনও ওই অনুযায়ী করেছি। তো আশা করি ভাল কিছুই করব।’

একই রকম আরেক পেসার তাসকিন আহমেদ এই সিরিজটাকে খুব কঠিন উল্লেখ করে বললেন, ‘এটা অনেক কঠিন সিরিজ। আর কঠিন চ্যালেঞ্জের মুখেই খেলতে হবে। যে সিরিজে চলে গিয়েছে, ওই সিরিজের ভুলগুলো নিয়ে আমরা কাজ করেছি। আমার বিশ্বাস আমাদের মধ্যে সেই সামর্থ্য আছে ভালো করার এবং ঘুরে দাঁড়ানোর। ইনশাল্লাহ আমরা গিয়ে যদি একটা ভালো স্টার্ট দেই দেখবেন সব কিছু ঘুরে যাবে। এবং ফাইনাল খেলার আশা আমার মধ্যে আছে এবং আমাদের সবার মধ্যেই আছে।’

উইকেটরক্ষক ব্যাটসম্যান নুরুল হাসান সোহান বলছিলেন, গত সিরিজে যা হয়েছে, সেটা থেকে ঘুরে দাঁড়ানোই তাদের চ্যালেঞ্জ, ‘যে জিনিসটা বেশি ইম্পরটান্ট সেটা হলো আমাদের ভাল খেলা। লক্ষ্য থাকবে যেন টিম হিসেবে আমরা ভাল করতে পারি এবং ফাইনাল খেলতে পারি। আপনারা যদি দেখেন লাস্ট কয়েকটা বছর ধরে ভাল খেলছি। হয়তো বা লাস্ট সিরিজটা আমাদের খারাপ গেছে তাই সবার মধ্যে সেই চ্যালেঞ্জটা আছে যেন আমরা ঘুরে দাঁড়িয়ে ভাল খেলতে পারি। আমার মনে হয় টিম হিসেবে ভাল কিছু করার লক্ষ্য থাকবে।’

এই সিরিজে বাংলাদেশের জন্য একটা বড় সমস্যা সাকিব আল হাসানের না থাকা। রুবেল যেমন বলছিলেন, ‘সাকিব ভাই আমাদের জন্য ভাইটাল একটা প্লেয়ার। সে থাকলে দলের সবার ভেতরে অন্যরকম একটা ফিলিংস কাজ করে। তো এখন তার জায়গায় যেই খেলুক না কেন আমাদের প্রতিটি প্লেয়ার যদি নিজেদের পারফরম্যান্স বের করে আনতে পারি তো আমার কাছে মনে হয় না আহামরি কোনো সমস্যা হবে।’

আবার সোহানও সাকিব প্রসঙ্গে সুর মিলালেন রুবেলের সাথে, ‘সাকিব ভাইর অভাবটা অপূরণীয়। লক্ষ্য থাকবে যেন টিম হিসেবে ভাল খেলতে পারি। তার অভাব পূরণ করা সম্ভব না তবে চেষ্টা থাকবে যতটুকু করা যায়।’

তাসকিন মনে করেন, সাকিব না থাকলেও নিজেদের সেরাটা খেলে ফেরাই তাদের দায়িত্ব। আর সব বিভাগে এই সেরাটা খেলতে পারলে ভালো ফলই আশা করেন তারা, ‘শ্রীলঙ্কায় এর আগেও একটা সিরিজ খেলেছি, খুবই ট্রু উইকেট হয়, ব্যাটিং বোলিং দুটার জন্যই ভালো। যদিও ভারত এবং শ্রীলঙ্কা দুটাই কঠিন চ্যালেঞ্জ, এর মধ্যেই আমাদের সেরাটা আমরা দিব। আমার বিশ্বাস বোলিং ডিপার্টমেন্ট শেষ সিরিজ থেকে এবার আরো ভালো করবে। ব্যাটিং ডিপার্টমেন্টও করবে ইনশাল্লাহ।’

খেলার সূচী

তারিখ                              ম্যাচ

৬ মার্চ                  শ্রীলঙ্কা-ভারত

৮ মার্চ            বাংলাদেশ- ভারত

১০ মার্চ         বাংলাদেশ- শ্রীলঙ্কা

১২ মার্চ               শ্রীলঙ্কা- ভারত

১৪ মার্চ           বাংলাদেশ- ভারত

১৬ মার্চ          বাংলাদেশ-শ্রীলঙ্কা

১৮ মার্চ                       ফাইনাল

* সকল খেলা কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে * সকল খেলা বাংলাদেশ সময় ৭:৩০টায় শুরু *