সংবাদ শিরোনাম :
তুরস্কে ১০৪ সাবেক সেনা সদস্যের যাবজ্জীবন কারাদণ্ড

তুরস্কে ১০৪ সাবেক সেনা সদস্যের যাবজ্জীবন কারাদণ্ড

তুরস্কে ১০৪ সাবেক সেনা সদস্যের যাবজ্জীবন কারাদণ্ড
তুরস্কে ১০৪ সাবেক সেনা সদস্যের যাবজ্জীবন কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্কঃ তুরস্কে ১০৪ সাবেক সেনা সদস্যের যাবজ্জীবন কারাদণ্ড ঘোষণা করেছে আদালত। ২০১৬ সালের ব্যর্থ অভ্যুত্থানে জড়িত থাকার অভিযোগে তাদের এই কারাদন্ড দেওয়া হয়। ওই অভ্যুত্থানের পর এই প্রথম সবচেয়ে বেশি ব্যক্তিকে কারাদন্ড দেওয়া হলো।

তবে সাধারণ যাবজ্জীবন কারাদণ্ডের চেয়ে তাদের সাজা আরও বেশি কঠিন হবে বলে জানানো হয়েছে। এর আগে এক ঘোষণায় তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান বলেছিলেন, তিনি অভ্যুত্থানের পরিকল্পনায় জড়িতদের জন্য দেশে আবারও মুত্যুদণ্ড ফিরিয়ে আনবেন। দেশটিতে ২০০৪ সাল থেকে মৃত্যুদণ্ড বাতিল করা হয়েছে।

তুর্কি সংবাদপত্র হুরিয়াত জানায়, সোমবার ইজমির শহরের আদালত ২৮০ জনের মধ্যে বাকি ২১ জনকে প্রেসিডেন্টকে তিরস্কার করার অভিযোগে ২০ বছর করে কারাদণ্ড দেয়। আর সন্ত্রাসী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৩১ জনকে দশ বছর থেকে ছয় মাস করে কারাদণ্ড দেয় আদালত।

২০১৬ সালের ১৫ জুলাইয়ের ওই ব্যর্থ অভ্যুত্থানে ২৪০ জন নিহত হয়। গ্রেপ্তার করা হয় ১ লাখ ৬০ হাজার জনকে। যুক্তরাষ্ট্রে বসবাসরত ফেতুল্লাহ গুলেনের সমর্থক হওয়ার অভিযোগে একই সংখ্যক সরকারি চাকরিজীবিকে বরখাস্ত করা হয়। ৫০ হাজার মানুষকে বিচারের আওতায় আনা হয়েছে। তাদের বিরুদ্ধে চলা মামলা বিচারাধীন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com