সংবাদ শিরোনাম :
তিন দিনেও দুই বাংলাদেশির মরদেহ ফেরত দেয়নি বিএসএফ

তিন দিনেও দুই বাংলাদেশির মরদেহ ফেরত দেয়নি বিএসএফ

তিন দিনেও দুই বাংলাদেশির মরদেহ ফেরত দেয়নি বিএসএফ
তিন দিনেও দুই বাংলাদেশির মরদেহ ফেরত দেয়নি বিএসএফ

নওগাঁর হাঁপানিয়া সীমান্তে বিএসএফের গুলিতে নিহত দুই বাংলাদেশির মরদেহ আনতে কার্যক্রম শুরু করেছে বিজিবি । তবে এতে বিএসএফ সাড়া দিয়েছে কিনা সেটি জানাতে পারেনি বিজিবি কর্মকর্তারা।

১৬ বিজিবি’র কমান্ডিং অফিসার আরিফুল ইসলাম জানান, নিহতদের পরিবারের সদস্যরা আবেদন করায় মরদেহ ফেরতের কার্যক্রম শুরু করা হয়েছে। কার্যক্রমের অংশ হিসেবে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। তবে কবে বা কখন নাগাদ মরদেহ ফেরত হতে পারে সে বিষয়ে পরিষ্কার কিছু জানাতে পারেনি বিজিবি।

উল্লেখ্য বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকালে হাঁপানিয়া সীমান্তে ঘটনাটি ঘটে। নিহতরা হলেন- উপজেলার চক বিষ্ণুপুর দিঘী পাড়া গ্রামের মফিজ উদ্দিন (৩৫), বিষুপুর বিজলী পাড়া এলাকার সনজিত উড়াও (২৪)ও বিষুপুর কাটাপুকুর এলাকার কামাল হোসেন (২০)।

ঘটনার পর ওই দিন সন্ধ্যায় বিজিবি-বিএসএফ’র মধ্য পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। দুই ঘণ্টা বৈঠকের পর বাংলাদেশের সীমান্তে পরে থাকা মফিজ উদ্দিনের মরদেহ নিয়ে আসে পোরশা থানা পুলিশ। কিন্তু ওই দুই বাংলাদেশির মরদেহ ফেরত দেইনি বিএসএফ।

স্থানীয়রা জানান, সীমান্তের ২৩১/১০এস মেইন পিলার এলাকা দিয়ে গরু আনতে ভারতের অভ্যন্তরে যায় বেশ কয়েকজন। এ সময় তাদের লক্ষ্য করে গুলি চালায় ১৫৯ বিএসএফের কেদারীপাড়া ক্যাম্পের সদস্যরা। এতে তিন বাংলাদেশি নিহত হন।

এ বিষয়ে ১৬ বিজিবির সিও লে. কর্নেল আরিফুল ইসলাম বলেন, ‘এ পর্যন্ত বিএসএফ দুই বাংলাদেশির লাশ ফেরত দেয়নি। আমরা নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করছি। লাশ ফেরত পাওয়া মাত্রই পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com