লোকালয় ২৪

তিন কোটি টাকা ব্যয়ে বিদ্যালয়ের নতুন ভবন স্থাপন

হবিগঞ্জ সদর উপজেলার তেলিখাল আদর্শ উচ্চ বিদ্যালয়ে চার তলাবিশিষ্ট এডভোকেট মো. আবু জাহির ভবনের উদ্বোধন করা হয়েছে। তিন কোটি টাকা ব্যয়ে সরকারের শিক্ষা প্রকৌশল অধিদপ্তর এই একাডেমিক ভবনটি নির্মাণ করেছে। সোমবার বেলা ১২টায় ভবনের উদ্বোধনী ফলক উন্মোচন করেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো. আবু জাহির। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আরিফুল ইসলাম খান, শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল, রাজিউড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বদরুল করিম দুলালসহ অন্যরা এ সময় উপস্থিত ছিলেন। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর জানিয়েছে, সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আবু জাহির এর বরাদ্দে প্রায় তিন কোটি টাকা ব্যয়ে চার তলা ভবনটি নির্মাণ করা হয়েছে। এতে ১২টি কক্ষ রয়েছে। যেগুলো শ্রেণিকক্ষ ও অফিস কক্ষ হিসেবে ব্যবহৃত হবে। শ্রেণিকক্ষে সহস্রাধিক শিক্ষার্থীর জায়গা সংকুলান হবে। পরে এমপি আবু জাহির বিদ্যালয় ম্যানেজিং কমিটি আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন। এতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিম সভাপতিত্ব করেন ও সঞ্চালনায় ছিলেন ম্যানেজিং কমিটির সভাপতি শফিকুল ইসলাম। সমাবেশে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে এমপি আবু জাহির শিক্ষাক্ষেত্রে বর্তমান সরকারের নানা উদ্যোগের কথা তুলে ধরে সঠিকভাবে পাঠদানের জন্য বিদ্যালয়ের শিক্ষকদের প্রতি নির্দেশনা দেন। অনুষ্ঠানে এমপি আবু জাহিরকে সম্মাননা স্মারক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।