লোকালয় ২৪

তিতলির প্রভাবে পাহাড় ধস, চট্টগ্রামে নিহত ৩

নিজস্ব প্রতিবেদক: ঘূর্ণিঝড় ‘তিতলি’র প্রভাবে টানা কয়েকদিনের বৃষ্টিপাতে চট্টগ্রাম মহানগরীতে পৃথক পাহাড় ও দেয়াল ধসের ঘটনায় মা-মেয়েসহ অন্তত তিন জন নিহত হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরেক ব্যক্তি। শনিবার দিবাগত রাতে এ সব দুর্ঘটনা ঘটে।

শাহ আকবর এলাকার ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স অফিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা রেজাউল করিম জানান, শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে আকবর শাহ থানার ফিরোজ শাহ কলোনিতে পাহাড়ধসে অজ্ঞাত পরিচয়ের মা ও মেয়ে নিহত হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরেক ব্যক্তি।

অন্যদিকে ফায়ার সার্ভিস বায়োজিদ স্টেশনের ইনচার্জ এনামুল হক জানান, শনিবার দিবাগত রাত দেড়টার দিকে মহানগরীর পাঁচলাইশ থানাধীন হিলভিউ আবাসিক এলাকায় পাহাড়ি মাটি চাপায় দেয়াল ধসে পড়ে কয়েকটি পরিবারের সদস্যরা আটকা পড়েন। পরে ঘটনাস্থল থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

নিহত যুবকের নাম নূরুল আলম নান্টু (৩০) পিতা লালমিয়া। তিনি হিলভিউ বি-ব্লক এলাকার বাসিন্দা।

স্থানীয়রা জানায়, কয়েকদিনের টানা বৃষ্টির কারণে পাহাড়ি মাটি নরম হয়ে ধসে পড়ে দেয়ালে উপর। সে দেয়াল ভেঙে পড়ে বসত ঘরের উপর। এতে ঘরের লোকজন চাপা পড়ে।

ঘটনার পরপরই বায়োজিদ স্টেশন থেকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে উদ্ধার কাজ চালায়। দেয়ালের নীচে চাপা পড়ে ঘুমন্ত বেশ কয়েকজন। এ সময় একশিশুসহ তিন জনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধারের পর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। ইউএনবি।