লোকালয় ২৪

তামিমকে ফোন করে খোঁজখবর নিলেন ‘বন্ধু’ আফ্রিদি!

তামিমকে ফোন করে খোঁজখবর নিলেন ‘বন্ধু’ আফ্রিদি!

স্পোর্টস্ আপডেট ডেস্ক : নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে সন্ত্রাসী হামলার পর তামিম ইকবালকে ফোন দিয়েছিলেন পাকিস্তান ক্রিকেট দলের সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদি।

হামলার পর টুইটারে আফ্রিদি বলেন, ‘আমি তামিমের সঙ্গে কথা বলেছি। খুবিই স্বস্তির বিষয় যে বাংলাদেশ দলের খেলোয়াড়/স্টাফরা নিরাপদে আছেন।’

মসজিদে হামলায় নিহতদের জন্য শোক প্রকাশ করেছেন এই পাকিস্তানি তারকা। তিনি নিহত ব্যক্তিদের পরিবারের জন্য প্রার্থনা করেছেন। একই সঙ্গে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেছেন।

আফ্রিদি বলেছেন, ‘আমি সবসময় নিউজিল্যান্ডকে শান্তিপূর্ণ দেশ হিসেবে দেখেছি। দেশটির মানুষ খুব বন্ধুত্বপরায়ণ। সারা বিশ্বকে অবশ্যই একজোট হতে হবে। ঘৃণা ছড়ানো বন্ধ করতে হবে। সন্ত্রাসবাদের কোনো ধর্ম নেই।’

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) একসঙ্গে পেশোয়ার জালমির হয়ে খেলেছেন তামিম ও আফ্রিদি। এছাড়া চলতি বছর বাংলাদেশ প্রিমিয়ার লিগে কুমিল্লা ভিক্টোরিয়ান্সেও তারা একসাথে খেলেছেন।