লোকালয় ২৪

তামব্রু সীমান্ত দিয়ে রোহিঙ্গাদের বাংলাদেশে পাঠাচ্ছে বিজিপি

তামব্রু সীমান্ত দিয়ে রোহিঙ্গাদের বাংলাদেশে পাঠাচ্ছে বিজিপি

লোকালয় ডেস্কঃ মিয়ানমারের তামব্রু সীমান্তের পাশে নোম্যান্স ল্যান্ডে অবস্থান করা রোহিঙ্গাদের বাংলাদেশে পাঠাতে শক্তি প্রয়োগ করছে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী (বিজিপি)।

১৯ মে, শনিবার বাংলাদেশ সীমান্তের বান্দরবান জেলার ওই অংশে রোহিঙ্গাদের বাংলাদেশে পাঠাতে চাপ প্রয়োগ করে বিজিপি।

রোহিঙ্গাদের নেতা দীন মোহাম্মাদ জানান, নোম্যান্স ল্যান্ডের ওই এলাকায় প্রায় সাড়ে চার হাজার রোহিঙ্গা বেশ কিছুদিন ধরে অবস্থান করছেন।

দীন মোহাম্মাদ বলেন, ‘মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর (বিজিপি) পক্ষ থেকে সকালে তাদের সীমান্ত এলাকা ত্যাগ করে বাংলাদেশের ভেতরে যেতে নির্দেশ দেওয়া হয়েছে।’

মিয়ানমারের সেনাবাহিনীর সহিংসতার শিকার হয়ে গত বছরের আগস্ট থেকে প্রায় সাত লাখ রোহিঙ্গা দেশটির রাখাইন রাজ্য থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন।

এ ছাড়া বিভিন্ন সময়ে নির্যাতিত হয়ে আসা আরও প্রায় পাঁচ লাখ রোহিঙ্গা আগে থেকেই বাংলাদেশে অবস্থান করছেন। এসব রোহিঙ্গাকে নিজ দেশে ফেরত পাঠাতে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যা খুব শিগগির শুরু হওয়ার কথা। এমনই এক সময়ে রোহিঙ্গাদের বাংলাদেশে পুশইন চেষ্টার খবর এলো।