সংবাদ শিরোনাম :
তাইজুল-মিরাজ ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে: সাকিব

তাইজুল-মিরাজ ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে: সাকিব

তাইজুল-মিরাজ ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে: সাকিব
তাইজুল-মিরাজ ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে: সাকিব

স্পোর্টস আপডেট ডেস্কঃ বৃহস্পতিবার চট্টগ্রামের জহুর আহমেদ স্টেডিয়ামে মুখোমুখি হবে বাংলাদেশ। শেষ মুহূর্তের প্রস্তুতি সেরে ফেলেছে দুটি দলই। আজ বুধবার নিজেদের প্রথম টেস্টের খেলা নিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হন অধিনায়ক সাকিব আল হাসান। এবারের সিরিজে তিনি জয়ের জন্য আস্থা রাখছেন স্পিনারদের ওপর।

সংবাদ সম্মেলনে সাকিব বলেন, ‘দুজনে (তাইজুল-মিরাজ) আসলে এর আগে অনেক ম্যাচ খেলে ফেলেছে, ভালো অভিজ্ঞতা এখন। দু’জনেরও বেশ উইকেট আসে ওদের নামের পাশে। ওদের এখন এক্সপেরিন্সও এনাফ। এটা দ্য সেম টাইম ক্যাপাবিলিটিটাও আছে যে ওরা যে কোনো একজনই হয়তো ম্যাচের মোড়টা ঘুরিয়ে দিতে পারার মতো ক্ষমতা রাখে।’

তিনি আরও বলেন, ‘তাইজুল খুবই ভালো বল করেছে, অনেকগুলো উইকেট পেয়েছে। মিরাজও অনেক সুন্দর বল করেছে।’

সাকিব বলেন, ‘নাঈম আছে, নতুন হলেও আমার কাছে মনে হয়, ও অনেক প্রমিজিং। সো, আমার কাছে মনে হয় না খুব বেশি একটা টেনশন করার মতো জায়াগা আমাদের স্পিন অ্যাটাকিং নিয়ে। আর সবাই যেহেতু খুব অ্যাটাকিং বোলিং করি আমরা স্পিনাররা। সো, উইকেট টেকিং বোলারই বলবো আমি, যারা আছে তারা।’

‘একটু বেশি চ্যালেঞ্জিং, যদিও আমরা জিম্বাবুয়ের সঙ্গে প্রথম টেস্টটা খুব বেশি ভালো করিনি। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে অনেক বেশি চ্যালেঞ্জিং হবে, এটা আমি অন্তত ১০০ পারসেন্ট নিশ্চিত’ বলে মনে করেন সাকিব আল হাসান।

তিনি বলেন, ‘বোলিং হোক, ব্যাটিং হোক, মেন্টাল দিক থেকেই হোক, তিনটা দিক থেকে আমার মনে হয়, অনেক বেশি চ্যালেঞ্জিং হবে। কিন্তু আমরা এ রকম চ্যালেঞ্জ নিতে অভ্যস্ত।’

সাকিব বলেন, ‘আসলে এখানে আমরা চেষ্টা করবো, যারা একটু অভিজ্ঞ খেলোয়াড় তাদের সুযোগটাই যেন বেশি থাকে। কারণ, আমি সবসময় বিশ্বাস করি, টেস্ট ম্যাচে একটু অভিজ্ঞ খেলোয়াড় থাকলে অনেক বেশি হেল্পফুল হয়। তারপরও এখন এটা নিয়ে আমরা সিদ্ধান্ত নেইনি, যে কোন ধরনের কম্বিনেশন নিয়ে আমরা খেলতে নামব।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com