তফসিল পেছালে আপত্তি নেই, তবে সবার সঙ্গে আলোচনা সাপেক্ষে: ওবায়দুল কাদের

তফসিল পেছালে আপত্তি নেই, তবে সবার সঙ্গে আলোচনা সাপেক্ষে: ওবায়দুল কাদের

তফসিল পেছালে আপত্তি নেই, তবে সবার সঙ্গে আলোচনা সাপেক্ষে: ওবায়দুল কাদের
তফসিল পেছালে আপত্তি নেই, তবে সবার সঙ্গে আলোচনা সাপেক্ষে: ওবায়দুল কাদের

লোকালয় ডেস্কঃ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘নির্বাচনের তফসিল পেছানো হলে বা পুনঃতফসিল হলে আওয়ামী লীগের আপত্তি নেই। কিন্তু সেটা হতে হবে সবার সঙ্গে আলোচনা সাপেক্ষে। নির্বাচন কমিশনকে বাস্তবসম্মত সিদ্ধান্ত নিতে হবে। কারও চাপের মুখে তফসিল পেছানো বা পুনঃতফসিল করা যাবে না।’

রবিবার (১১ নভেম্বর) আওয়ামী লীগের ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের এসব কথা বলেন। সেতুমন্ত্রী বলেন, ‘এবার প্রচুর প্রার্থী। এক আসনের বিপরীতেই ১৫-১৬ জন করে প্রার্থী। এটাই হচ্ছে দলের অভ্যন্তরীণ গণতন্ত্রের সৌন্দর্য। যে কেউ ফরম কিনতে পারেন কিন্তু কেউ দলের বিরুদ্ধে গেলে তাদের আজীবনের জন্য বহিষ্কার করা হবে।’

ওবায়দুল কাদের বলেন, ‘ক্রিকেটের স্বার্থে আপাতত সাকিব আল হাসান রাজনীতিতে আসছেন না। তবে মাশরাফি বিন মুর্তজা নির্বাচন করবেন।’

এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আল হানিফ, আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ, উপ-প্রচার সম্পাদক অসীম কুমার উকিল, দফতর সম্পাদক আব্দুস সোবহান গোলাপ. ডা. দীপু মনি, শামসুন্নাহার চাঁপাসহ অনেকে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com