সংবাদ শিরোনাম :
ঢাকা প্লাটুনের অধিনায়ক মাশরাফি

ঢাকা প্লাটুনের অধিনায়ক মাশরাফি

ঢাকা প্লাটুনের অধিনায়ক মাশরাফি
ঢাকা প্লাটুনের অধিনায়ক মাশরাফি

বিপিএল শুরু হতে বাকি মাত্র ১০ দিন। অনুশীলনে ফিরতে শুরু করছে প্রায় সব ক্রিকেটার। দলগত অনুশীলন এখনও শুরু হয়নি তবে নিজেদের উদ্যোগে ক্রিকেটাররা ফিরেছেন মাঠে। সবগুলো দলের মধ্যে ঢাকা প্লাটুনের ব্যস্ততা সবথেকে বেশি। কোচ সালাহউদ্দিন কাজ শুরু করেছেন দলের তিন ক্রিকেটারদের নিয়ে।

তামিম ইকবাল, মাশরাফি বিন মুর্তজার সঙ্গে আজ অনুশীলনে যোগ দেন এনামুল হক বিজয়। তামিম নেটে ব্যাটিং করছেন নিয়মিত। আগ্রাসী ব্যাটিংয়ে মনোযোগী এ ক্রিকেটার। মাশরাফি নিজের ছন্দ ফেরাতে লড়াই চালাচ্ছেন। বিশ্বকাপ ভালো কাটেনি তার। দীর্ঘ বিরতির পর খেলবেন বিপিএল। চেনা রূপে ফিরতে বিপিএলে পারফর্ম করতে মুখিয়ে এ পেসার।

পাশাপাশি বিপিএলে বাড়তি দায়িত্ব পালন করতে হবে মাশরাফিকে। ঢাকা প্লাটুন অধিনায়কের দায়িত্ব দিচ্ছে মাশরাফির কাঁধে। বিপিএলের চারটি শিরোপা জিতেছেন মাশরাফি। তার উপরই আস্থা রাখছে ঢাকা প্লাটুন। ঢাকা গ্ল্যাডিয়েটরসকে ২০১২ এবং ২০১৩ সালে, কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ২০১৫ সালে এবং রংপুর রাইডার্সকে ২০১৭ সালে শিরোপা জিতিয়েছিলেন মাশরাফি। মাশরাফির ঘরে কি এবার পঞ্চম শিরোপা উঠবে?

১১ ডিসেম্বর মাঠে গড়াবে বিপিএল। পরদিন ঢাকা প্লাটুনের প্রথম ম্যাচ রাজশাহী রয়্যালসের বিপক্ষে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com