লোকালয় ২৪

ঢাকা নেওয়া হচ্ছিল মানুষের মাথার খুলিসহ ৪ বস্তা হাড়!

ঢাকা নেওয়া হচ্ছিল মানুষের মাথার খুলিসহ ৪ বস্তা হাড়!

ঠাকুরগাঁও- ঠাকুরগাঁও সদর উপজেলার ভুল্লি বাজার এলাকা থেকে তিনটি মাথার খুলিসহ চারবস্তা মানুষের হাড় উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় ভুল্লি বাজারে ঢাকাগামী একটি বাসের কাউন্টার থেকে এগুলো উদ্ধার করা হয়।

ঠাকুরগাঁও সদর থানার এস আই আহমেদ জানান, জব্দকৃত মাথার খুলি ও হাড় কবর থেকে সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে ঢাকা নিয়ে যাচ্ছিলেন।

পুলিশ জানায়, শুক্রবার রাতে ভূল্লী বাজারে কান্তি পরিবহনে ঠাকুরগাঁও শহরের তেলী পাড়া এলাকার মুকুল হোসেন নামে এক ব্যক্তি ওই ৪টি বস্তাকে আলুর বস্তা বলে বুকিং করে ঢাকার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন ।

তবে যাত্রীবাহী ওই গাড়িটি রংপুর কাউন্টারে পৌছলে কর্তৃপক্ষের সন্দেহ হয় বস্তা দেখে। পরে সেটি ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়ের উদ্দেশ্যে আসা কান্তি পরিবহনে ওই বস্তা গুলো ফেরত পাঠায় কোচ কাউন্টার। শনিবার রাতে ঠাকুরগাঁও ভুল্লি কাউন্টারে বস্তা নামিয়ে খুলে দেখে মানুষের মাথার খুলিসহ বিপুল পরিমান হাড়। পরে পুলিশে খবর দিলে তা স্থানীয় থানায় আনা হয় ।

ঠাকুরগাঁও থানার ওসি (তদন্ত) চিত্ত রঞ্জন রায় এ বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনার সঙ্গে জড়িত কাউকে এখন পর্যন্ত আটক করা যায়নি।